Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউডের নতুন গড ফাদার হলেন অক্ষয় কুমার?

কেয়া সেন : বি-টাউন গড ফাদার। এই তালিকায় ১ নম্বরে রয়েছেন সলমন খান। ক্যাটরিনা থেকে সোনাক্ষী, জরিনা থেকে ডেইজি ও অথিয়া শেঠি সকল কেই লাইম লাইটে এনেছেন ভাইজান। শাহরুখ ও…

Avatar

কেয়া সেন : বি-টাউন গড ফাদার। এই তালিকায় ১ নম্বরে রয়েছেন সলমন খান। ক্যাটরিনা থেকে সোনাক্ষী, জরিনা থেকে ডেইজি ও অথিয়া শেঠি সকল কেই লাইম লাইটে এনেছেন ভাইজান।

শাহরুখ ও নেই পিছিয়ে। শিল্পা শেঠি, দিপীকা পাডুকন, অনুষ্কা শর্মা, প্রীতি জিন্টা থেকে মহিমা চৌধুরীকেও বলিউডে নিয়ে এসেছিলেন কিং খান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বলিউডের নতুন গড ফাদার হলেন অক্ষয় কুমার?

তবে বলিউডের করণ-অর্জুন কে চাপিয়ে গেছেন পরিচালক-প্রযোজক কারণ জোহার। যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিনয় জগতে পা রেখেছেন অগুন্তি তারকারা।

বলিউডের নতুন গড ফাদার হলেন অক্ষয় কুমার?

এবার গড ফাদারের জুতোয় পা গলিয়েছেন খিলারি কুমার। একদিকে যেমন তার প্রথম মিউজিক ভিডিও “ফিলহাল”-এর মধ্যে দিয়ে বলিউডে নিয়ে এসেছেন নুপুর সানন কে, তেমনই নিজের আপকামিং পিরিয়ড ড্রামা “পৃথ্বীরাজ” ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার কে। ছবি মুক্তি পাবে ২০২০-তে। পৃথ্বীরাজ ছাড়াও নতুন বছরে গুড নিউজ ও সূর্যবংশী ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার কে।

About Author