বলিউডবিনোদন

অক্ষয় কুমারের এই প্রতারণার কারণে ভেঙে পড়েছিলেন রবীনা ট্যান্ডন, এক মাসের জন্য রুমে তালাবদ্ধ ছিলেন অভিনেত্রী

×
Advertisement

৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী হলেন রবীনা ট্যান্ডন। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। তার অভিনয় জীবনের অন্যতম সফল ছবি ‘মহড়া’। ছবিতে অক্ষয় কুমারের সাথে তার অনস্ক্রিন রসায়ন বেজায় নজর কেড়েছিল সকলের। পরবর্তীকালে একে অপরকে ডেট করা শুরু করেছিলেন তারা। এরপর সম্পর্কে জড়ান তারা, যা গড়িয়েছিল বাগদান পর্যন্ত।

Advertisements
Advertisement

৯০ দশকের শেষের দিকেই একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন তারা। তবে শেষপর্যন্ত তা টেকেনি। বিচ্ছেদ হয় তাদের। তাদের সম্পর্ক থেকে বিচ্ছেদ পুরোটাই মিডিয়ার চর্চার বিষয়বস্তু ছিল। অবশ্য সেইকথা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অক্ষয় কুমারের সাথে নিজের এনগেজমেন্ট ভেঙে যাওয়ার ব্যাপারটা এখনো পর্যন্ত পুরোপুরি ভুলতে পারেননি তিনি। মন ভাঙার দুঃখে নিজেকে বন্দি রেখেছিলেন ঘরেও।

Advertisements

১৯৯৪’তে ‘মহড়া’ হিট করেছিল। ১৯৯৫ থেকেই একে অপরকে ডেট করছিলেন তারা। সেইসময় মিডিয়ার পাতায় তাদের সম্পর্কও ছিল তুমুল চর্চিত। বেশ কিছুদিন আগে ‘এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি ৯০ দশকের শেষের দিকে অভিনেতার সাথে সম্পর্কে জড়ালেও সেখান থেকে বেরিয়ে এসেছিলেন দুজনেই। তবে শেষটা খুব একটা সুখকর ছিল না তার জন্য।

Advertisements
Advertisement

তিনি জানিয়েছিলেন, পুরো ব্যাপারটি যে সময় প্রকাশ্যে আলোচিত হচ্ছিল, সেই সময় অক্ষয় কুমার অন্য একজনের সাথে ডেট করছিলেন। পাশাপাশি অভিনেত্রী নিজেও অন্যকাউকে ডেট করছিলেন সেইসময়। এক্ষেত্রে হিংসা করার কোন কারণই ছিল না। তিনি আরো বলেন, এখনো তাদের যদি কোন অনুষ্ঠানে দেখা হয় তাহলে তারা কথা বলেন, হাসেন। একেবারে স্বাভাবিক ব্যবহারই করেন একে অপরের কোস্টার হিসেবে।

তার কথায়, এখনকার মেয়েরা সপ্তাহে সপ্তাহে নিজেদের প্রেমিক বদলায়। অনেক সম্পর্ক ভাঙে, ডিভোর্স হয়। তবে নিজের এনগেজমেন্ট ভাঙার কথাটা এখনো পর্যন্ত তার মাথায় কোথাও একটা আটকে রয়েছে। তিনি কোনভাবেই সেটি ভুলতে পারেন না। তবে এর কারণ তার নিজেরও অজানা। সেকথা অবশ্য নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী। তবে সেইসময় এনগেজমেন্ট ভাঙায় একেবারে ভেঙে পড়ে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলেন অভিনেত্রী। এরপর ধীরে ধীরে এই সম্পর্ক থেকে নিজেকে বের করে এনেছিলেন তিনি। সময় নিয়ে হলেও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন রবীনা।

বর্তমানে রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল খান্নার সাথে ভালোভাবেই জীবন কাটাচ্ছেন অভিনেতা। ২০০১ সালেই টুইঙ্কেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। তাদের দুই সন্তানও রয়েছে আরব ও নিতারা। অবশ্য নিজের ছেলেমেয়েকে এখনই লাইম লাইটে আনতে নারাজ অভিনেতা নিজেও।

অন্যদিকে রবীনা ট্যান্ডন ২০০৪ সালে অনিল থাদানির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদেরও দুই সন্তান, রণবীর ও রাশা। উল্লেখ্য, ১৯৯৫ সালে তিনি আরো দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন। নাম পূজা ও ছায়া।

Related Articles

Back to top button