Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একুশের ভোটে শাসক শিবিরকে নৈতিক সমর্থন সমাজবাদী পার্টির, বার্তা অখিলেশের 

বাংলার বিধানসভা নির্বাচনে শাসক শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক ভাবে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি। সোমবার তথা আজ এই মর্মে বার্তা পাঠিয়েছেন সপা প্রতিষ্ঠাতা তথা মুলায়মপুত্র অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোমবার…

Avatar

বাংলার বিধানসভা নির্বাচনে শাসক শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক ভাবে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি। সোমবার তথা আজ এই মর্মে বার্তা পাঠিয়েছেন সপা প্রতিষ্ঠাতা তথা মুলায়মপুত্র অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোমবার অখিলেশ এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন শাসক শিবিরের বাংলা সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Bakshi)। চিঠিতে তিনি জানিয়েছেন, বাংলা গেরুয়া শিবিরের বিরোধী লড়াইয়ে শাসক শিবিরের পাশেই রয়েছে সমাজবাদী পার্টি। অখিলেশের চিঠি পেয়ে খুশি শাসক শিবিরের নেতৃত্ব।

এইদিন বিধানসভার লড়াইয়ে রাজ্যের শাসক শিবিরকে নৈতিক সমর্থনের সাথে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগগুলিও যথাযথ বলে মনে করা হয়েছে অখিলেশ যাদবের পক্ষ থেকে। সেই বিষয় তুলে তিনি শাসক শিবিরের নেত্রীকে বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বাংলায় ২৯৮ আসনে মোট আট দফায় ভোট ঘোষণা করেছে দিল্লির নির্বাচন কমিশন। তা জেনেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন তুলেছিলেন,”কাকে সুবিধা করে দিতে বাংলায় এত দফা নির্বাচন?” এর সাথে ভোটের নির্ঘণ্ট স্থিত করা নিয়ে কমিশনকে গেরুয়া শিবিরের ইন্ধন জোগানোরও অভিযোগ তোলা হয়েছে। কমিশনের বিরুদ্ধে তার সমস্ত অভিযোগকে সমর্থন জানিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান কিভাবে তা সামল দিতে হবে। এমনটাই জানা গিয়েছে সূত্র হতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জাতীয় রাজনীতির মঞ্চে মমতা-অখিলেশের সখ্য নতুন নয়। এর আগেও যতবার বিজেপি বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরে অ-বিজেপি দলগুলিকে জোটবদ্ধ করতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো, ততবারই তাঁর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে সমাজবাদী পার্টি। উনিশের ভোটের আগেও দিল্লিতে বিরোধী মঞ্চে হাতে হাত মেলাতে দেখা গিয়েছে মমতা-সোনিয়া-অখিলেশ-মায়াবতীদের। ফলে বিজেপি বিরোধী যে কোনও লড়াইয়ে উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি যে মমতার পাশেই থাকবে, সেটাই প্রত্যাশিত। তা সত্ত্বে নির্বাচনের ঠিক আগে নৈতিক সমর্থনের বার্তা দিয়ে অখিলেশ যেন সেই পাশে থাকাকেই আরও একবার নিশ্চিত করলেন।

About Author