Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিপাকে বিজেপি, উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অজিত পাওয়ার

অরূপ মাহাত: মহারাষ্ট্রে সরকার গঠন একের পর ধাক্কা খেয়েই চলেছে রাজ্য বিজেপি। শনিবার সূর্যোদয়ের সাথে সাথেই শপথ গ্রহন করেছিলেন মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার।…

Avatar

অরূপ মাহাত: মহারাষ্ট্রে সরকার গঠন একের পর ধাক্কা খেয়েই চলেছে রাজ্য বিজেপি। শনিবার সূর্যোদয়ের সাথে সাথেই শপথ গ্রহন করেছিলেন মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার। সেদিনই দুপুরে উদ্ভব ঠাকরেকে পাশে বসিয়ে শরদ পাওয়ার জানিয়ে দেন বিজেপিকে সমর্থন করছে না এনসিপি। দলনেতার পদ থেকে অজিত পাওরারকে সরানোর কথা ঘোষণা করেন তিনি।

পরে অবশ্য পাওয়ার জানান, অজিত আবার এনসিপিতে ফিরে আসবে। এনসিপি সুপ্রিমোর সেই ভবিষ্যৎ বার্তা কি তবে সত্যি হতে চলেছে? উপমুখ্যমন্ত্রীর পদ থেকে অজিত পাওয়ার ইস্তফা দেওয়ায় সেই সম্ভাবনা জোরদার হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ দুপুরে রাজ্যপাল ভগত সিং কোশারীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন অজিত পাওয়ার। তবে এরপর তিনি আবার এনসিপির মূল গোষ্ঠীর সঙ্গে মিশে যাবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

সুপ্রিমকোর্টের নির্দেশে আগামীকাল আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে দেবেন্দ্র ফড়নবিশকে। তার আগে আজ অজিত পাওয়ারের ইস্তফায় যথেষ্ট বেকায়দায় মহারাষ্ট্র বিজেপি।

About Author