Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন বছরে নতুন ইনিংস শুরু করছেন অজয়-কাজল

2020 সালের শুরুতে মুক্তি পেয়েছিল ‘তানাজি- দি আনসাঙ ওয়ারিয়র’। জনপ্রিয় এই হিন্দি ফিল্মটি তৈরী হয়েছিল মরাঠি বীর তানাজি বালুসারে(Tanhaji Balusare)-র জীবনকাহিনী অবলম্বনে।  ফিল্মে তানাজির  ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা অজয় দেবগন…

2020 সালের শুরুতে মুক্তি পেয়েছিল ‘তানাজি- দি আনসাঙ ওয়ারিয়র’। জনপ্রিয় এই হিন্দি ফিল্মটি তৈরী হয়েছিল মরাঠি বীর তানাজি বালুসারে(Tanhaji Balusare)-র জীবনকাহিনী অবলম্বনে।  ফিল্মে তানাজির  ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা অজয় দেবগন (Ajay Devgan)। তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী কাজল (kajal)। চিত্রনাট্য ও স্টান্টের দিক থেকে নজর কেড়েছিল ‘তানাজি’।

অজয় ও কাজলের অনস্ক্রিন জুটি ‘পেয়ার তো হোনা হি থা’ ফিল্ম থেকেই সুপারহিট।  ‘তানাজি’তে তাঁদের অনস্ক্রিন রসায়ন আরো জমাট বেঁধেছে। তানাজির স্ত্রীর ভূমিকায় কাজল একদম সঠিক। ‘তানাজি’ অজয়ের একশোতম ছবি। বক্স অফিসে ‘তানাজি’ এই বছরের সেরা ব্লকবাস্টার ফিল্ম। এই ফিল্ম টি আয় করেছে 279.55 কোটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অজয় দেবগনের একশোতম ছবি ‘তানাজি’ অজয় দেবগন ও কাজলের 2020-কে স্পেশাল বানিয়ে দিয়েছে। ‘তানাজি’র সাফল্য অজয় ও কাজল-কে বলিউডের সেরা পাওয়ার কাপল-এ পরিণত করেছে।

About Author