টেক বার্তা

Hero Splendor-কে প্রতিযোগিতায় ফেলছে Bajaj Platina, রয়েছে শক্তিশালী ইঞ্জিন ও দেবে ব্যাপক মাইলেজ

Bajaj Platina বাইকটি ৯৬.৯ kmpl মাইলেজ দেয়

×
Advertisement

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। হিরো স্প্লেন্ডারের বাজেট মূল্যে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এবার বাজাজ কোম্পানির একটি বাইক এই মার্কেট নিয়ে নিচ্ছে।

Advertisements
Advertisement

বাজাজ কোম্পানির এই জনপ্রিয় বাইকটি হল বাজাজ প্ল্যাটিনা। এটি দুটি ভ্যারিয়েন্ট এ পাওয়া যায়। একটি হল ১১০ সিসি ও অন্যটি হল ১০০ সিসি ইঞ্জিন অপশনে। এই ১০০ সিসি বাজাজ প্ল্যাটিনা বেশ সস্তা। এই বাইকে ১০২ সিসি ৪ স্ট্রোক, DTS i, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটি ৭৫০০ rpm এ ৭.৯ PS পাওয়ার ও ৫৫০০ rpm এ ৮.৩ Nm টর্ক উৎপন্ন করে। এতে ১১ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই বাইকটি ৯৬.৯ kmpl মাইলেজ দেয়।

Advertisements

এই বাইকটি অশনি যদি কিনতে চান, তাহলে দুর্দান্ত একটি ইএমআই অফার পেতে পারেন। আপনার এই বাইক কেনার সময় ৬৬,৩৪৭ টাকা লোন পাবেন আপনি। বাকি মাত্র ৭,০০০ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর মাসিক মাত্র ২,১৩১ টাকার ইএমআই দিতে হবে। আপনি যদি বাজেট মূল্যের মধ্যে ভালো বাইক কিনতে চাইছেন, তাহলে এই Bajaj Platina 100, আপনার জন্য পারফেক্ট অপশন হতে পারে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button