আরাধ্যা বচ্চনের ফ্যানপেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। কেউ কেউ আরাধ্যার উদ্দেশ্যে লিখেছেন, তিনি তার মায়ের মতই ‘বিউটি উইথ ব্রেন’। আবার কেউ বলেছেন, তার কণ্ঠস্বরে একটা গম্ভীর ব্যাপার রয়েছে অমিতাভ বচ্চনের মতই। বিগবি’র হিন্দি ভাষার প্রতি আধিপত্য অজানা নয় কারোরই। তাই এক্ষেত্রে অনেকেরই মনে হয়েছে, এই প্রতিভা তিনি তার পরিবারের তরফ থেকেই অর্জন করেছে।
‘দাদুর মতো শক্তিশালী ভয়েস’, হিন্দি কবিতা পাঠ ঐশ্বর্য কন্যার, ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড়
ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। মিডিয়াতে থেকে থেকেই চর্চিত হয় আরাধ্যা। মা ঐশ্বর্য রাই বচ্চনের সাথে প্রায়ই দেখা মেলে তার। নিজের পরিবারের ঐতিহ্য বজায় রাখছে…

আরও পড়ুন