মোদী সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারের তথ্যের ওপর ভিত্তি করে ইতিমধ্যে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়ে গিয়েছে। এর ফলে এই ৬২টি সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে। এর পর এই মামলা সম্পর্কে আর খবর তেমন ভাবে প্রকাশ্যে আসেনি। তবে আজ ফের এই খবরে বচ্চন-বধূ খবরের শিরোনামে এলেন।Enforcement Directorate summons Aishwarya Rai Bachchan in a case being investigated by the agency: Sources
— ANI (@ANI) December 20, 2021
(file photo) pic.twitter.com/7s2QPI7yjm
Aishwarya Rai Bachchan: পানামা পেপার্স মামলায় বচ্চন পুত্রবধূ ঐশ্বর্যকে তলব করলো ইডি
এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এলেন বলিউডের ডিভা তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।৷ পানামা পেপার্স মামলার তদন্তে বচ্চন-বধূকে সমন পাঠাল ইডি ৷ পানামা পেপার মামলায় নাম উঠলো অভিষেক…

By

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?