মোবাইল গ্রাহকদের জন্য এক বড় ঘোষণা করল Airtel। সংস্থাটি একসঙ্গে তিনটি নতুন রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে এসেছে, যার দাম কম হলেও পরিষেবার তালিকা বেশ চমকপ্রদ। দীর্ঘ মেয়াদী ডেটা, আনলিমিটেড কলিং এবং ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন—সবই এখন একটি মাত্র রিচার্জে মিলবে। ফলে, বারবার রিচার্জ করার ঝামেলা থেকে গ্রাহকরা মুক্তি পাবেন।
Airtel 839 প্ল্যান: বিনোদনের প্যাকেজ
যাঁরা সবসময় সিনেমা, গান এবং ভিডিও স্ট্রিমিং নিয়ে ব্যস্ত থাকেন, তাঁদের জন্য এই প্ল্যানটি বিশেষভাবে তৈরি। এই রিচার্জে গ্রাহক পাবেন প্রতিদিন 2GB হাই স্পিড ডেটা, 84 দিনের ভ্যালিডিটি। মোট 168GB ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS-এর সুবিধা। বাড়তি বোনাস হিসেবে Airtel Thanks অ্যাপ, Wynk Music এবং ফ্রি হেলো টিউনও পাওয়া যাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowAirtel 179 প্ল্যান: ছাত্রছাত্রীদের জন্য সাশ্রয়ী বিকল্প
কম বাজেটে দীর্ঘ সময় ইন্টারনেট ব্যবহার করতে চান? তাহলে এই প্ল্যান হতে পারে সেরা পছন্দ। মাত্র 179 টাকায় মিলবে প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং। ভ্যালিডিটি থাকছে 84 দিন, অর্থাৎ মোট 168GB ইন্টারনেট ব্যবহার করা যাবে। বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে এই প্ল্যান বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য আদর্শ।
Airtel 549 প্ল্যান: মাঝারি বাজেটে দীর্ঘ ভ্যালিডিটি
যাঁরা মাঝারি খরচে ভালো সুবিধা চান, তাঁদের জন্য এই প্ল্যান। এখানে গ্রাহক পাবেন প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS। ভ্যালিডিটি থাকছে 56 দিন। এর সঙ্গে Airtel Thanks অ্যাপ এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
একসঙ্গে সুবিধা
এই তিনটি প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হলো দীর্ঘ মেয়াদী পরিষেবা। একবার রিচার্জ করলে অন্তত দুই থেকে তিন মাস চিন্তামুক্ত থাকা যাবে। ইন্টারনেট ব্যবহার, কলিং বা SMS—সব ক্ষেত্রেই গ্রাহকদের চাহিদা পূরণ করবে বলে দাবি করেছে সংস্থাটি।