আজকের দিনে কল করা থেকে শুরু করে ভিডিও দেখা বা অফিসের কাজ—সবই নির্ভর করছে মোবাইল ও ইন্টারনেটের উপর। কিন্তু ব্যবহারকারীদের সবচেয়ে বড় সমস্যাই হল বারবার রিচার্জ করতে হওয়া। এই ঝামেলা থেকে মুক্তি দিতে এয়ারটেল এনেছে এক নতুন প্রিপেইড প্ল্যান, যেখানে একবার রিচার্জ করলেই চলবে টানা ৯০ দিন।
এয়ারটেল ৯২৯ প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানের দাম ধরা হয়েছে ৯২৯। ভ্যালিডিটি দেওয়া হচ্ছে পুরো ৯০ দিন, অর্থাৎ প্রায় তিন মাস। সবচেয়ে বড় সুবিধা হল—সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং। ফলে অন্য কোনও অপারেটরে ফোন করার জন্য বাড়তি খরচের দরকার হবে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowSMS ও ইন্টারনেট সুবিধা
এই প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ১০০টি ফ্রি SMS। পাশাপাশি ডেটা ব্যবহারকারীদের জন্য রয়েছে মোট ১৩৫GB ইন্টারনেট ডেটা, যা ৯০ দিনের জন্য ভাগ করে ব্যবহার করা যাবে। এর মানে দাঁড়াচ্ছে প্রতিদিন প্রায় ১.৫GB করে ডেটা। যদি ডেটা শেষ হয়ে যায়, তবুও সংযোগ বন্ধ হবে না। তবে ইন্টারনেট স্পিড কমে গিয়ে দাঁড়াবে ১৬Kbps।
ফ্রি Perplexity Pro AI সাবস্ক্রিপশন
এই রিচার্জ প্ল্যানের সঙ্গে এয়ারটেল দিচ্ছে এক বিশেষ উপহার। গ্রাহকরা পাবেন প্রায় ১৭,০০০ টাকার সমমূল্যের Perplexity Pro AI সাবস্ক্রিপশন একেবারে ফ্রি। টেকনোলজি ও এআই–এ আগ্রহী ব্যবহারকারীদের জন্য এই অফার বাড়তি আকর্ষণ যোগ করছে।
কেন বিশেষ এই প্ল্যান
অন্যান্য রিচার্জ প্ল্যানের তুলনায় এই প্ল্যানকে আলাদা করছে দীর্ঘ ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং সুবিধা, পর্যাপ্ত ডেটা এবং ফ্রি সাবস্ক্রিপশন। যাঁরা বারবার রিচার্জ করতে করতে বিরক্ত, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
প্রতিযোগিতায় জিও বনাম এয়ারটেল
ভারতের টেলিকম মার্কেটে জিও ও এয়ারটেল দু’জনেই নতুন নতুন অফার আনছে। তবে ৯০ দিনের ভ্যালিডিটি আর বাড়তি সুবিধার কারণে এয়ারটেলের এই ৯২৯ প্ল্যান এখন গ্রাহকদের কাছে অন্যতম আকর্ষণীয় হয়ে উঠেছে।