Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৈরি হয়ে গেল টপ স্ল্যাব, দ্রুত গতিতে এগোচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ

কলকাতা: একদিকে এগোচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোর কাজ। অন্যদিকে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। ইতিমধ্যেই বিমানবন্দর মেট্রো স্টেশনের ওপরের স্ল্যাব তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে গেল। লকডাউন পর্বেও মেট্রো স্টেশনের…

Avatar

কলকাতা: একদিকে এগোচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোর কাজ। অন্যদিকে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। ইতিমধ্যেই বিমানবন্দর মেট্রো স্টেশনের ওপরের স্ল্যাব তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে গেল। লকডাউন পর্বেও মেট্রো স্টেশনের কাজ একইভাবে চলছিল। লকডাউনের মধ্যে ছাদ ঢালাইয়ের কাজ শেষ হলেও স্ল্যাব তৈরীর কাজ বাকি ছিল। সেই কাজ ইতিমধ্যে সম্পন্ন করে ফেলল মেট্রো স্টেশন তৈরি করার কাজে নিযুক্ত হওয়া কর্মীরা।

জানা গিয়েছে, গত ৭ ডিসেম্বর এই টপ স্ল্যাব তৈরির কাজ শুরু হয়েছিল। টানা ৩০ ঘন্টা কাজ করে মাত্র তিনদিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করা হল। ২০ ট্রানজিট মিক্সচার মেশিনের সাহায্যে এই স্ল্যাব তৈরি করা হয়েছে। যা তৈরিতে ১৭৩০ কিউবিক মিটারের কংক্রিট ব্যবহার করা হয়েছে। দ্রুতগতিতে নোয়াপাড়া থেকে বিমানবন্দর ছুঁয়ে বারাসাত গান্ধী মেট্রো স্টেশনের কাজ এভাবেই এগোচ্ছে কিছুদিন আগেই প্রায় ২৫ ঘন্টার চেষ্টায় ৪০ মিটার লম্বা, ৩৭ মিটার চওড়া এবং এক ফুট পুরু ওই ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। প্রযুক্তিগতভাবে কংক্রিটের ওই ছাদ নির্মাণ যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল বলেই দাবি করেছেন মেট্রো আধিকারিকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে বিমানবন্দরে এক নম্বর গেটের কাছে চলছে সুড়ঙ্গ তৈরির কাজ। এর পাশাপাশি বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে যশোর রোড পর্যন্ত সাবওয়ে তৈরির কাজও চলছে। আগামী বছরের শুরুতেই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। আর এদিকে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ সম্পন্ন হলে এই পরিষেবাও আগামী বছর চালু হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর তাই দ্রুত গতিতে চলতি বছরেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশন তৈরির কাজ।

About Author