Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এয়ার ইন্ডিয়ার মালিকানা বিক্রির সিদ্ধান্ত, কেন্দ্রকে আক্রমণ মমতার

কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন ঘটনা নয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একে অপরকে বহুবার আক্রমণ করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের। এবার এয়ার ইন্ডিয়া বেচে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরও একবার…

Avatar

কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন ঘটনা নয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একে অপরকে বহুবার আক্রমণ করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের। এবার এয়ার ইন্ডিয়া বেচে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরও একবার মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার পুরোপুরি মালিকানা বেচে দেওয়ার কথা ঘোষণা করা হয়। সোমবারদিন একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই সংস্থাটি কেনার আবেদন পত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ধার্য করা হয়েছে ১৭ই মার্চ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বাংলায় ফাঁসির নির্দেশ দিল আদালত, ধর্ষন-খুনে সাজা পেল দুই অপরাধী

এরপরই কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে আক্রমন করে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, “একে একে সব শিল্পকে শেষ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে রেল, বিএসএনএল, এয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরি কিছুই বাদ যাচ্ছেনা। কেউ যদি তাদের সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে ভয় দেখিয়ে চুপ রাখা হচ্ছে। কেন্দ্রের এমন স্বেচ্ছাচারিতায় বেকার হয়ে যাচ্ছেন লাখ লাখ মানুষ।”

উল্লেখযোগ্য, দেনায় জর্জরিত হয়ে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হচ্ছে। ২০১৮ সালে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার ৭৬% মালিকানা বিক্রির জন্য বিজ্ঞপ্তি জারি করলেও কোনও ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। লগ্নি না আসার কারণ খুঁজতে উপদেষ্টা সংস্থা গঠন করা হলে, রিপোর্টে জানা যায় যে সরকার যে ২৪% অংশীদারি নিজের হাতে রাখতে চাইছে, তা নিয়ে সংশয় প্রকাশ করছে লগ্নিকারীরা। এরপর এয়ার ইন্ডিয়ার পুরো মালিকানাই বিক্রির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

About Author