Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইরানি আকাশসীমায় স্থগিত, একাধিক বিমান পরিষেবা বাতিল

গত সপ্তাহে আমেরিকান সামরিক বাহিনীর একটি ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করার পরে ইরান ও আমেরিকার মধ্যে ভয়ংকর উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বুধবার এয়ার ইন্ডিয়া…

Avatar

গত সপ্তাহে আমেরিকান সামরিক বাহিনীর একটি ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করার পরে ইরান ও আমেরিকার মধ্যে ভয়ংকর উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বুধবার এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের রুট পাল্টে দেয়। এয়ারলাইনের মুখপাত্র ধনঞ্জয় কুমার বলেন, এই রুট পরিবর্তনের ফলে দিল্লীর ফ্লাইট গুলির জন্যে প্রায় ২০ মিনিট এবং মুম্বাইয়ের ফ্লাইটগুলির জন্য প্রায় ৩০-৪০ মিনিট বেশি সময় লাগবে।

তিনি আরও বলেন, “আমাদের যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা প্রথমে। ইরানে চলা উত্তেজনার কারণে সাময়িকভাবে এয়ার ইন্ডিয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ইরানের ওপর দিয়ে ওড়া বিমানগুলির রুট পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : একের পর এক মিসাইল হামলা, ৮০ জন ‘আমেরিকান সন্ত্রাসী’ নিহত

এইদিন সকালে সমস্ত ভারতীয়দের উদ্দেশ্যে ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা করা হয়। MEA মুখপাত্র রবিশ কুমার বলেন, “ইরানের এই অসুরক্ষিত পরিস্থিতিতে সমস্ত ভারতীয়দের ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ইরাকে বসবাসরত ভারতীয়দের সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।” বিভিন্ন জায়গার এয়ারলাইনস গুলি ইরানের বর্তমান পরিস্থিতির জন্য ফ্লাইট বাতিল ও রি-রুটিং করেছে।

  • ৮ই জানুয়ারী দুবাই থেকে বাগদাদগামী Emirates flights EK 943 এবং বাগদাদ থেকে দুবাইগামী EK 944 ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
  • বাগদাদগামী Flydubai ফ্লাইটটি বাতিল হয়েছে।
  • Air Canada এর রুট পরিবর্তন করা হয়েছে।
  • Singapore Airlines ltd এর সমস্ত ফ্লাইটগুলিকে ইরান এয়ারস্পেস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
  • Malaysia Airlines এর তরফ থেকে বলা হয় ইরান এয়ারস্পেসে কোনো ফ্লাইট তারা ওড়াবে না।
  • তাইওয়ান এর China Airlines বলেছে তারা ইরান বা ইরাকের ওপর দিয়ে কোনো ফ্লাইট ওড়াবে না।
  • অস্ট্রেলিয়ার Qantas Airways Ltd এর তরফ থেকে বলা হয়েছে ফ্লাইট এর রুট পরিবর্তিত করা হবে।
  • Dubai-based Emirates Airline এবং flyduabi প্রত্যেকেই বাগদাদের ফ্লাইট বাতিল করেছে।
  • Korean Air Lines Co Ltd এবং Thai Airways ইরান এবং ইরাকের ফ্লাইট বাতিল করেছে।
About Author