Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aindrilla: নিজের ‘দুষ্টু মা’-কে হারালেন ঐন্দ্রিলা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অভিনেত্রীর

নতুন বছরের শুরুর দিকেই বিরাট ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলার জীবনে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ক্যান্সারে অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। প্রথমে জানা গিয়েছিল অভিনেত্রীর ফুসফুসে টিউমার ধরা পড়ে, পরে জানা…

Avatar

By

নতুন বছরের শুরুর দিকেই বিরাট ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলার জীবনে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ক্যান্সারে অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। প্রথমে জানা গিয়েছিল অভিনেত্রীর ফুসফুসে টিউমার ধরা পড়ে, পরে জানা যায় তাঁর শরীরে ফিরে এসেছে ক্যানসার। দ্বিতীয় বার ক্যান্সারের খবর পেতেই হাসপাতালের মধ্যে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। গত ছয় মাস ধরে সেই লড়াই চলছে। আর এই লড়াতে রয়েছে অভিনেত্রীর কাছের মানুষেরা। মে মাসে ঐন্দ্রিলার ফুসফুসে বাসা বাঁধা ক্যানসারাস টিউমারটিকে নিখুঁত দক্ষতায় অস্ত্রপ্রচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারে বাদ গিয়েছে অর্ধেক ফুসফুস।

দীর্ঘদিন পরে সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের শারীরিক অসুস্থতার মধ্যেই আরও এক খারাপ খবর এল অভিনেত্রীর কাছে। পুজোর মরশুমে স্বজনহারা হলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ার পেজে ‘দুষ্টুমা’ চলে যাওয়ার খবর জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা।  এদিম অভিনেত্রী তাঁর দুষ্টু মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার খুব কাছের মানুষকে হারালাম। দুষ্টু মা। আমাকে সবসময় বলতো তোর থেকে আমি শক্তি পাই, তুই আমার অনুপ্রেরণা। আমি যখন দিল্লি থেকে প্রথম কেমো নিয়ে এলাম। আমাকে বললো “মনা আমাদের জীবন তো অত সুখের না, কিন্তু আমরা লড়তে লেঙ্গে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু লড়াইটা আর শেষ হলো না। আমার চোখে দেখা সাহসী মানুষ, সবসময় হাসি মুখে লড়ে গিয়েছে। আমাকে নিজের কষ্টগুলো ভাগ করত, আর বলত অন্য কেউ তো আর বুঝবে না। এটা বিশ্বাস করতে পারছি না দুষ্টুমার নম্বরে ফোন করলে আর দুষ্টুমার গলাটা শুনতে পারব না। আমাকে বলেছিল একদিন শ্যুটিং দেখতে যাবো, সেটা আর হলো না। বিশ্বাস করতে পারছি না দুষ্টুমাকে আর কোনোদিন দেখতে পাবো না, কিন্তু আমার হৃদয়ে তুমি থাকবে চিরকাল। তোমায় খুব ভালোবাসি দুষ্টু মা।’এই দুষ্টু মা যে অভিনেত্রীর বড্ড কাছের ছিল, তা অভিনেত্রীর পোস্টেই বেশ বোঝা যাচ্ছে। অবশ্য অভিনেত্রী দুষ্টু মা কীভাবে চির ঘুমের দেশে গেলেন, তা স্পষ্ট করে জানাননি তিনি। 

অন্যদিকে নিজেও অসুস্থ অভিনেত্রী। বছরের শুরুতে ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার পর থেকে তাঁর মনের মানুষ সব্যসাচী ওরফে পর্দার বামাক্ষ্যাপাতাঁকে আরও বেশি আগলে রাখতে দেখা গেছে অর্থাৎ সব্যসাচী চৌধুরীকে। বান্ধবীর অসুস্থতার খবর পেয়েই শ্যুটিং ছেড়ে দিল্লি ছুটে যান। সেই থেকে আজ অব্দি প্রেমিকাকে সামলান। তিনি প্রতি মাসে নিয়ম করে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতির আপডেট সকলকে দেন। এখনো অভিনেত্রীকে চলতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ মেনে। দুর্গা পুজোয় সব্যসাচীর কাছে আবদার ছিল ঐন্দ্রিলার ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে। তৃতীয়ার মধ্যরাতে প্রেমিকার আবদার মেটান।সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন তিনি।

 Aindrilla: নিজের 'দুষ্টু মা'-কে হারালেন ঐন্দ্রিলা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অভিনেত্রীর

 

About Author