অন্যদিকে শাসকদল মিমকে ভোটকাটার হিসাবে উল্লেখ করেছে। তাদের অভিযোগ বিজেপি মীমকে বাংলার সংখ্যালঘু মুসলিম ভোট কাটার জন্য এনেছে। অবশ্য সেই কথা মানতে নারাজ বিজেপি। তারা বলেছে তারা বাংলায় নিজেদের ক্ষমতাতেই জিতবে। অন্যদিকে সিপিএম দাবি করেছে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতির চালু করেছে তৃণমূল ও বিজেপি। আর তার সুযোগ নিচ্ছে মিম।At Furfura Sharif, West Bengal in a meeting with Pirzada Abbas Siddiqui sb, Pirzada Naushad Siddiqui sb, Pirzada Baizid Amin sb & Janab Sabir Ghaffar sb pic.twitter.com/lptUX24JnJ
— Asaduddin Owaisi (@asadowaisi) January 3, 2021
বাংলায় এলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি, বৈঠক করলেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে
একুশে নির্বাচনের আগে দিন যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক জল্পনা-কল্পনা। এবার ঠিক নির্বাচনের কিছুদিন আগে বাংলায় এলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin owaisi)। এমনিতেই বেশ কিছুদিন ধরে বঙ্গ রাজনীতিতে মিম…

আরও পড়ুন