Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গাতে বিজেপি কি করে বহিরাগত হতে পারে? চা চক্রে যোগ দিয়ে মন্তব্য অগ্নিমিত্রার

এদিন দক্ষিণ কলকাতায় একটি চা চক্রে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল কে দেখা গেল কথা বলতে। তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চা সভানেত্রী…

Avatar

এদিন দক্ষিণ কলকাতায় একটি চা চক্রে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল কে দেখা গেল কথা বলতে। তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চা সভানেত্রী সুতপা গুপ্ত এবং দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শ্রী শংকর সিকদার মহাশয়। এই চা চক্রে তিনি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা কে নিয়ে কথা বললেন। পাশাপাশি ২০২১ নির্বাচনে তাদের কর্মসূচির ব্যাপারেও তাকে বলতে শোনা গেল।

এদিন অগ্নিমিত্রা পাল তৃণমূলের বহিরাগত তকমা নিয়ে পাল্টা মন্তব্য করলেন। অগ্নিমিত্রা বললেন,”ভারতীয় জনতা পার্টি স্থাপন করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি একজন বাঙালি ছিলেন। বাঙালি হিন্দুরা একমাত্র স্থান পেয়েছে পশ্চিমবঙ্গে। আর সেই কাজের পিছনে হাত রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তাহলে কি করে ভারতীয় জনতা পার্টিকে তিনি বহিরাগতদের পার্টি বলতে পারেন।” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তোপ দেগে বললেন,” মমতা বন্দ্যোপাধ্যায় এর দল তৃণমূল কংগ্রেস যে পার্টি থেকে এসেছে সেটা হল কংগ্রেস। তাহলে উনি কি করে বিজেপিকে বহিরাগত বলতে পারেন। রাজীব গান্ধী যখন ওনাকে যুব সভাপতি করেছিলেন তখন তো তার বলা উচিত ছিল রাজীব গান্ধী ও বহিরাগত।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও তিনি বিজেপির মহিলা মোর্চার সভাপতি হিসেবে সকলকে একসাথে যুক্ত হবার আহ্বান জানিয়েছেন আগামী নির্বাচনের জন্য। পাশাপাশি এই সভায় তিনি এবং তার মহিলা মোর্চার সদস্যারা আগামী ২১ নির্বাচনের পর ওনারা সরকার গঠন করলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেই ব্যাপারে কথা বলেছেন। মহিলাদের সুরক্ষা নিয়ে কি কি করা যায় সেই বিষয়ে তাকে কথা বলতে শোনা গেছে।

এর সাথে তিনি শুভেন্দু প্রসঙ্গেও মন্তব্য করেছেন। এদিন তিনি বললেন,” তৃণমূলের অত্যন্ত দক্ষ সংগঠক রা আস্তে আস্তে সাইডে চলে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীর মতো নেতারা তৃণমূল কংগ্রেসে থাকবেন না। কারণ তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত সরকার। আমাদের কাছে রাজনীতি হলো মানুষের সেবা করা। শুভেন্দু অধিকারীর মত মানুষ বিজেপিতে এলে অত্যন্ত ভালো হয়। তাহলে আমরা একসাথে মানুষের সেবা করতে পারব।”

About Author