Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বয়স মাত্র ৪৮! ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত বলিউড অভিনেতা

খারাপ খবর হিন্দি টেলিভিশনের ভক্তদের জন্য। প্রয়াত অভিনেতা বিকাশ শেঠি। নতুন শতাব্দীর গোড়ায় কিঁউ কি সাস ভি কভি বহু থি, কহিঁ তো হোগা, কসৌটি জিন্দেগি-র মতো অংখ্য কালজয়ী মেগা সিরিয়ালে…

Avatar

খারাপ খবর হিন্দি টেলিভিশনের ভক্তদের জন্য। প্রয়াত অভিনেতা বিকাশ শেঠি। নতুন শতাব্দীর গোড়ায় কিঁউ কি সাস ভি কভি বহু থি, কহিঁ তো হোগা, কসৌটি জিন্দেগি-র মতো অংখ্য কালজয়ী মেগা সিরিয়ালে দর্শক দেখেছে বিকাশকে। সূত্রের খবর, রবিবার ৮ই সেপ্টেম্বর না-ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।

খবর, ঘুমের মধ্যেই প্রয়াত হন অভিনেতা। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, চিকিৎসার কোনওরকম সুযোগই মেলেনি। টেলিচক্করের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। বিকাশ রেখে গেলেন তাঁর স্ত্রী জাহ্নবী এবং দুই যমজ পুত্র সন্তানকে। বছর তিনেক আগেই বিকাশ-জাহ্নবীর কোল আলো করে এসেছিল দুই ছেলে। দুধের শিশুদের রেখেই চলে গেলেন বিকাশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিকাশের মৃত্যু নিয়ে তাঁর পরিবারের তরফে এখনও কোনওরকম বিবৃতি মেলেনি। মাস দুয়েক সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ ছিলেন না বিকাশ। তাঁর মৃত্যুর খবরে স্তম্ভিত অনুরাগীরা। কেউই এই খবর মেনে নিতে পারছেন না।

প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে নাচ বলিয়ে-র তিন নম্বর সিজনে অংশ নিয়েছিলেন বিকাশ। ২০০০-এর দিকে মডেলিং জগতের পরিচিত নাম ছিলেন বিকাশ। সেই সময় একাধিক হিট বলিউড ছবিও অংশ থেকেছেন অভিনেতা। যার মধ্যে অন্যতম কভি খুশি কভি গম। ছবিতে করিনা অর্থাৎ পু-এর বন্ধু রবির চরিত্রে দর্শক দেখেছিল প্রয়াত অভিনেতাকে। এছাড়াও অর্জুন রামপাল-দিয়া মির্জা অভিনীত দিওয়ানাপন ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিকাশ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে।

About Author