বয়স যে শুধু একটা সংখ্যা ছাড়া আর কিছু নয় সেটা কিন্তু প্রমান করে দিলেন বলিউড অভিনেতা সলমান খান। ৫৪ বছর বয়সেও খালি গায়ে তে সাতখানা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সলমান খান। যখন কারোর বয়স চল্লিশের কোঠা থেকে বেরিয়ে পঞ্চাশের কোঠায় ঢুকছে তখনও পর্যন্ত এমন শরীর বজায় রাখা কিন্তু খুব একটা মুখের কথা নয়। এত বয়সে এসেও তার এই সুন্দর শারীরিক চেহারা বলে দিচ্ছে তিনি যথেষ্ট শরীরের প্রতি যত্নবান।
বজরঙ্গি ভাইজান, কিক, এক থা টাইগার, তাছাড়াও ম্যানে পেয়ার কিয়া, করণ অর্জুন, হাম আপকে হে কন প্রভৃতি সিনেমায় দারুন অভিনয় করে সলমান খান প্রচুর মানুষের মন জয় করেছেন। আর তার এই সুন্দর শরীর দেখে কতই না রমণীরা তার প্রেমেও পড়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সমুদ্র সৈকতে লাল বিকিনিতে মৌনী রায়, মুহুর্তের মধ্যে ছবি ভাইরাল
আজকের দিনে তার আরো এক বছর তার বয়স বাড়লেও তার শরীরের এই সুগঠন এবং কাঠামো কিন্তু বয়স বেড়েছে তার প্রমাণ দিচ্ছে না। তবে নিঃসন্দেহে বলা যেতে পারে সলমান খানের এই ছবিগুলো আপনাকেও কিন্তু জিমে যেতে অনুপ্রেরণা দিতে পারে।
সিনেমার শুরুতে অনেক ছবিতে সলমান খান খালি গায়ে নানান রকম অভিনয় করেছেন, কিন্তু সেই বয়সে খালি গায়ে মেয়েদের মনে ঝড় তোলা আর এখনও পর্যন্ত সেই একই ভাবে ফ্যান ফলোইং বজায় রাখা মুখের কথা নয়। তাই আপনার যদি ব্যায়াম করা বা জিমে যাওয়া তে কুড়েমি মনে হয়, তাহলে এই সলমান খানের ছবিগুলোতে একবার চোখ বুলিয়ে নিন, এগুলো আপনাকে অবশ্যই জিমে যেতে বা শরীরচর্চা করতে সাহায্য করবে।