Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Agartala Akhaura rail line: আগরতলা থেকে কলকাতার যাতায়াতের সময় কমে মাত্র ১০ ঘন্টা, রেলমন্ত্রকের বিশেষ উদ্যোগে রয়েছে দারুণ চমক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দুটি নতুন পলিসি চালু করেছেন এবং তার নাম নেওয়া হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি এবং নেবারহুড ফার্স্ট পলিসি। এই দুটি প্রকল্পে ভারতীয় রেলওয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সংযোগ…

Avatar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দুটি নতুন পলিসি চালু করেছেন এবং তার নাম নেওয়া হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি এবং নেবারহুড ফার্স্ট পলিসি। এই দুটি প্রকল্পে ভারতীয় রেলওয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সংযোগ স্থাপনকারী একাধিক নতুন রেলওয়ে লাইন প্রকল্প কার্যকর করবে বলে জানা যাচ্ছে। এর অন্তর্গত ভারত এবং বাংলাদেশের মধ্যে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত আন্তর্জাতিক সংযোগী রেললাইন প্রকল্প নির্মাণ হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের জন্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প যা সম্পূর্ণ হওয়ার পথে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত সংযোগ স্থাপনকারী এই রেলওয়ে প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলেই জানা আছে ভারতীয় রেলওয়ে।

১৫.০৬৪ কিলোমিটার দৈর্ঘের এই রেলওয়ে লাইন নিশ্চিন্তপুরের ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন সেন্টার এর মাধ্যমে বাংলাদেশের আখাউড়াকে সংযুক্ত করবে বলে জানা যাচ্ছে। এর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রী এবং পণ্য সামগ্রী বিনিময়ের একটা ডুয়েল গজ স্টেশন হয়ে উঠবে এটি। এই প্রকল্পটিতে একটি মেজর ব্রিজ এবং তিনটি মাইনর ব্রিজ রয়েছে। এই প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে ঢাকা হয়ে আগরতলা এবং কলকাতার মধ্যে যাতায়াতের প্রায় ৩১ ঘণ্টা দূরত্বকে মাত্র ১০ ঘণ্টার মধ্যে নামিয়ে ফেলা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই নতুন রেলওয়ে প্রকল্প ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এর পাশাপাশি সীমান্ত অঞ্চলের ক্ষুদ্র মাপের শিল্পের বিকাশে এই রেলপথ একটা বড় ভূমিকা গ্রহণ করবে। উত্তর পূর্বাঞ্চল বিশেষত ত্রিপুরার পর্যটন শিল্পের উন্নতি স্থাপন করবে এই রেলপথ। সব মিলিয়ে এই রেল প্রকল্পটি দ্রুত গতিতে পণ্য সামগ্রী আমদানি এবং রপ্তানিতে সাহায্য করার পাশাপাশি নিজেদের উৎপাদিত সামগ্রী দ্রুত গতিতে দেশের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন কারিগররা। তাই এই একটি প্রকল্পের মাধ্যমে ভারতের সাধারণ মানুষের উন্নয়ন হবে বহু গুনে।

About Author