Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আবারও কেন্দ্রের বিরোধিতায় মুখ্যমন্ত্রী, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরন নিয়ে সমালোচনা

বর্তমানে দেশের সরকারের কোষাগারের অবস্থা শোচনীয় তাই দেশের স্বার্থে সরকারকে অনেক অপ্রিয় পদক্ষেপ নিতে হচ্ছে। গতকাল বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত পেট্রোলিয়ামের পাশাপাশি আরও ৫ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরনের…

Avatar

বর্তমানে দেশের সরকারের কোষাগারের অবস্থা শোচনীয় তাই দেশের স্বার্থে সরকারকে অনেক অপ্রিয় পদক্ষেপ নিতে হচ্ছে। গতকাল বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত পেট্রোলিয়ামের পাশাপাশি আরও ৫ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরনের কথা ঘোষণা করেছিলেন।

তবে এবারে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সংস্থার বিলগ্নিকরন নিয়ে সমালোচনায় সরব হলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকাল বৃহস্পতিবার মুর্শিদাবাদ সফরে গিয়ে এক সাংবাদিক সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারকে সমালোচনার শিকার করলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বুধবার মন্ত্রীসভার বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী BPCL শিপিং কর্পোরেশনের যে সমস্ত শেয়ার সরকারের অধীনে রয়েছে সেগুলিকে বিক্রি করার কথা ঘোষণা করেন এবং এর পাশাপাশি তিনি বলেন যে, কনকরের ক্ষেত্রে সমস্ত সরকারি শেয়ার বেসরকারি সংস্থার হাতে না দেওয়া হলেও তার নিয়ন্ত্রণ আর সরকারের অধীনে রাখা হবে না।

এছাড়া ওইদিন মন্ত্রীসভার বৈঠকে ৭৫ টি জাতীয় সড়কের প্রকল্পগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরন করা হবে এমনটাই ইঙ্গিত দেওয়া হয় ।

গতকাল মুর্শিদাবাদের এক সাংবাদিক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরনের উপর কেন্দ্রের নেওয়া সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলির নামের সাথে ইন্ডিয়া জড়িত তাই বিলগ্নিকরন কখনই সমস্যার সমাধান নয়।

প্রধানমন্ত্রীর উচিত এই বিষয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা।” কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দেশের কর্মসংস্থানের উপর বিশেষ প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী।

About Author