Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৫ই জুন থেকে কলকাতায় চালু হচ্ছে পার্কিং, জানাল পুরসভা

গত ২৩শে মার্চ থেকে কলকাতায় বন্ধ ছিল সমস্ত রকমের পার্কিং। এবার বন্ধ থাকা পার্কিং আবার চালু হতে চলেছে। ৫ই জুন থেকে কলকাতায় চালু হচ্ছে পার্কিং। বুধবার কলকাতা পুরসভার তরফে জানানো…

Avatar

গত ২৩শে মার্চ থেকে কলকাতায় বন্ধ ছিল সমস্ত রকমের পার্কিং। এবার বন্ধ থাকা পার্কিং আবার চালু হতে চলেছে। ৫ই জুন থেকে কলকাতায় চালু হচ্ছে পার্কিং। বুধবার কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে একথা। পুরসভার প্রশাসক গোষ্ঠী চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, “এতদিন শহরের রাস্তায় গাড়ি ছিলনা বলে পার্কিংয়ের দরকার পড়েনি। আনলক ১ এর মধ্য দিয়ে শহর অনেকটাই আগের ছন্দে ফিরে এসেছে। ফলে প্রয়োজন পড়েছে পার্কিংয়ের। তাই আগামী ৫ই জুন থেকে শুরু হবে পার্কিং।”

কলকাতা পুলিশের সাথে আলোচনা করার পরই পার্কিং ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছে পুরসভা। পুরসভার তরফে জানা যাচ্ছে কন্টেইনমেন্ট জোন ছাড়া বাকি সব জায়গাতেই গুলিতেই চালু হবে পার্কিং ব্যবস্থা। পার্কিং থেকে পুরসভা বছরে আয় করে ২০ কোটি টাকারও বেশি। লকডাউনের সময় পার্কিং ব্যবস্থা বন্ধ থাকার জন্য পার্কিং থেকে পুরসভার আয় কমেছে প্রায় ৪ কোটি টাকা। তাই আনলক ১ এর চার দিন দেখেই পার্কিং আবার চালু করার সিদ্ধান্ত পুরসভার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে রাস্তা আছে ৬,৫০০ কিলোমিটারের বেশি। কলকাতা পুরসভার মূল রাস্তা ১,৮৫০ কিলোমিটারের কাছাকাছি। এই সমস্ত রাস্তাতেই এতদিন গাড়ির পরিমাণ অনেকটাই কম ছিল। ফলে প্রয়োজন পড়েনি পার্কিংয়ের। কিন্তু শহর স্বাভাবিক হওয়া শুরু করার পর থেকেই আবার প্রয়োজন পড়ছে পার্কিংয়ের। এছাড়াও, শহরের প্রায় সমস্ত রাস্তা গুলিই আমফানের জেরে গাছ পড়ে বন্ধ হয়ে ছিল। ফলে শহরের রাস্তায় আমফানের পর থেকে গাড়ির সংখ্যাও যথেষ্ট কম ছিল।

About Author