Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kili Paul: ‘চান্না মেরেয়া’তে মেলালেন ঠোঁট, ‘নাচ মেরি রানি’তে দুর্দান্ত নাচলেন কিলি পল; আবারো মুগ্ধ তারকা থেকে নেটনাগরিক

আবারো আফ্রিকার তানজানিয়ার সেই আদিবাসী যুবক ভাইরাল হয়েছেন গোটা নেটদুনিয়ায়। বলিউডের গানের হাত ধরেই আবারো ভাইরাল তিনি। সম্প্রতি 'চান্না মেরেয়া' গানের সাথে ঠোঁট মিলিয়ে এবং 'নাচ মেরি রানি' গানের সাথে…

Avatar

By

আবারো আফ্রিকার তানজানিয়ার সেই আদিবাসী যুবক ভাইরাল হয়েছেন গোটা নেটদুনিয়ায়। বলিউডের গানের হাত ধরেই আবারো ভাইরাল তিনি। সম্প্রতি ‘চান্না মেরেয়া’ গানের সাথে ঠোঁট মিলিয়ে এবং ‘নাচ মেরি রানি’ গানের সাথে নোরা ফাতেহির সিগনেচার ডান্স স্টেপ করে রিল ভিডিও বানিয়েছেন কিলি, যা এই মুহুর্তে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল। আবারো তার প্রশংসায় ভাসল গোটা সোশ্যাল মিডিয়া। মুগ্ধ নোরা ফাতেহিও।

 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আফ্রিকার তানজানিয়ার এই আদিবাসী যুবক কিলি পল তার বোনের সাথে একাধিক ভিডিও বানিয়ে হঠাৎ করেই পরিচিত হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। সম্প্রতি আবারও সেই বলিউডের সূত্র ধরেই আবারো চর্চায় উঠে এসেছে সে। তার এক্সপ্রেশন গানের সাথে তার তার দুর্দান্ত ঠোঁট মেলানো এবং কোন গানের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে নাচা- তার এই সমস্ত প্রতিভার জন্য তিনি প্রশংসিত হয়েছেন তারকা থেকে সাধারণ সকলের কাছেই। সম্প্রতি আবারও হলেন।

 

View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)

 

বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘এ দিল হে মুশকিল’এর স্যাড সং ‘চান্না মেরেয়া’র সাথে সুন্দর করে ঠোঁট মিলিয়েছেন কিলি যা দেখে মুগ্ধ নেটিজেনরা। কিলির কথা অনুযায়ী সঙ্গীতের কোন সীমাবদ্ধতা নেই। সঙ্গীত যেকোনো ভাষার যে কোন মানুষকে একই সূত্রে বাঁধতে পারে। তারা বোঝেন ভারতের মানুষ তাদের ভিডিও দেখতে পছন্দ করেন তাই তারা আরো বানাবেন। তবে সম্প্রতি তাদের এই ভিডিওটি দেখে আবারো সকলের মাঝে প্রশংসিত হয়েছেন কিলি।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

অন্যদিকে বর্তমানের ট্রেন্ডিং সং ‘নাচ মেরি রানি’তে নোরা ফাতেহির সিগনেচার স্টেপ দুর্দান্তভাবে করে দেখালেন কিলি, যা দেখে সকল নেটনাগরিকদের পাশাপাশি স্বয়ং মুগ্ধ নোরা ফাতেহিও। তিনি বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ‘নাচ মেরি রানি’তে কিলি পলের বানানো রিল ভিডিও দেখে মুগ্ধ নোরা ফাতেহি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, তিনি আশা করছেন মিউজিক ভিডিওতে তিনি এমনই ভালো ভাবে নাচতে পেরেছেন। ভারতের মানুষের কাছ থেকে এতো ভালোবাসা পেয়ে সত্যিই আপ্লুত তানজানিয়ার এই আদিবাসী যুবক।

About Author