Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিনভর অপেক্ষার পরেও ঘোষণা করা হল না শাসক শিবিরের প্রার্থী তালিকা

বাংলার নির্বাচন ঘোষণা করার পরে ৭২ ঘণ্টা কাটলেও ঘোষণা হল না শাসক শিবিরের প্রার্থীতালিকা। সোমবারও দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে শাসক দলের মুখপাত্র সৌগত রায়ের…

Avatar

বাংলার নির্বাচন ঘোষণা করার পরে ৭২ ঘণ্টা কাটলেও ঘোষণা হল না শাসক শিবিরের প্রার্থীতালিকা। সোমবারও দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে শাসক দলের মুখপাত্র সৌগত রায়ের (Sougata Roy) পক্ষ থেকে। এইদিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে দলের নির্বাচনী কোর কমিটির বৈঠক শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বাংলার নির্বাচনের দিনক্ষণ। আশা করা হয়েছিল যে প্রতি বারের মতো এইবারও নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথে প্রার্থীতালিকা ঘোষণা করবে রাজ্যের শাসক শিবির। কিন্তু এইবার তা হল না। তার পর দলের তরফ থেকে জানানো হয়েছিল যে সোমবার প্রথম দফার ভোটগ্রহণের ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিকেল গড়িয়ে আসতেই এই আশাতে পড়ল জল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শাসক শিবিরের সূত্র হতে খবর, প্রার্থী নির্বাচন ছাড়াও এদিনের বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রয়েছে নির্বাচনী রণনীতি। তবে এবার প্রার্থী বাছাইয়ের ব্যাপারে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রার্থী ঘোষণার আগে প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীর ভাবমূর্তি কেমন তা সেখানকার নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বুঝে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের শাসক শিবিরের প্রার্থী ঘোষণা নিয়ে জল্পনাকে কটাক্ষ করতে ছাড়েনি বাংলার গেরুয়া শিবিরের সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তার বক্তব্য,”তৃণমূল শাসক দল। তারা আগে ভাগে প্রার্থী ঘোষণা করতেই পারে। কিন্তু তাতে বিশেষ কোনও লাভ হবেনা। আগের লোকসভা নির্বাচনে সকলের থেকে আগে প্রার্থী ঘোষণা করেছিল শাসক শিবির। তাতেই গেরুয়া শিবিরের আসন সংখ্যা ১৮।”

About Author