Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গলায় ক্যান্সারের পরেও প্রতিদিন ২ পেগ করে মদ খেতেন পরিচালক রাকেশ রোশন

অন্যতম জনপ্রিয় প্রবীণ বলিউড অভিনেতা এবং পরিচালক রাকেশ রোশান অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছেন। বেশ কয়েকদিন ধরে তিনি মারাত্মক অসুস্থ ছিলেন তারপর চিকিৎসকরা পরীক্ষার মাধ্যমে জানতে পারে তার মারণ রোগ ক্যান্সের…

Avatar

By

অন্যতম জনপ্রিয় প্রবীণ বলিউড অভিনেতা এবং পরিচালক রাকেশ রোশান অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছেন। বেশ কয়েকদিন ধরে তিনি মারাত্মক অসুস্থ ছিলেন তারপর চিকিৎসকরা পরীক্ষার মাধ্যমে জানতে পারে তার মারণ রোগ ক্যান্সের হয়েছে গলায়। তবে তিনি চিকিৎসার মাধ্যমে এবং মানসিক শক্তির জোরে এখন অনেকটাই সুস্থ।

গলায় ক্যান্সারের পরেও প্রতিদিন ২ পেগ করে মদ খেতেন পরিচালক রাকেশ রোশন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বেশ কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে অভিনেতা এবং পরিচালক রাকেশ রোশান বলে তার ক্যান্সার রোগ ধরা পড়ার পর তিনি ধূমপান পুরোপুরিভাবে ছেড়ে দেন কিন্তু তিনি মদ পান করা একেবারেই ছাড়তে পারেননি। তিনি বলেন এলকোহল থাকে মানসিকভাবে শক্ত করতে সাহায্য করেছে। ডাক্তার অবশ্য মদ পান করার অনুমতি দেননি, কিন্তু তিনি অনুমতির বাইরে গিয়ে রোজ সন্ধ্যা বেলা দু পেগ খেয়ে থাকেন। কারণ এতে তাঁর মানসিক শান্তি বজায় থাকে। আর কোন বড় অসুখ থেকে সেরে ওঠার অন্যতম ট্রিটমেন্ট হলো মানসিক শান্তি বজায় রাখা। তাই তিনি ধূমপান পুরোপুরিভাবে ছেড়ে দিলেও অ্যালকোহল এর প্রতি তার টান ত্যাগ করতে পারেনি। এবং বর্তমানে স্ক্যান রিপোর্ট বলছে তিনি অনেকটাই সুস্থ তিনি মনে করেন এর পিছনে অন্যতম কারণ হচ্ছে তার মানসিক জোর।

গলায় ক্যান্সারের পরেও প্রতিদিন ২ পেগ করে মদ খেতেন পরিচালক রাকেশ রোশন

পরিচালক রাকেশ রোশন চিকিৎসকের কাছে যাওয়ার পূর্বেই কিছুটা আন্দাজ করেছিলেন তার ক্যান্সার জাতীয় কিছু অসুখ হয়েছে, কারণ তিনি জানতেন গলার ভিতরে ফুসকুড়ি ক্যান্সারের লক্ষণ হতে পারে। পরিচালক রাকেশ রোশনের ছেলে হৃত্বিক রোশন তার বাবার অপারেশনের দিন ইনস্টাগ্রামে বাবার সাথে একটি ছবি দিয়ে তার কিছু মনের কথা শেয়ার করে।তিনি লেখেন তার দেখা সবথেকে শক্ত মানুষ হচ্ছে তার বাবা রাকেশ রোশন কারণ তার নিজের অপারেশনের দিনেও তার বাবা জিম করে একদম কনফিডেন্সের সাথে হসপিটালে যায়। কোন টেনশন তাকে মানসিকভাবে দুর্বল করতে পারেনি। তার মনের জোরে তিনি মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে চলে। বর্তমানে রাকেশ রোশন এখন অনেকটাই সুস্থ।

About Author