Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হেলমেট পরে অফিসে কাজ করতে হয় কর্মচারীদের, ভাইরাল অফিস দপ্তরের ছবি

উত্তর প্রদেশ : অফিসের ভেঙে পড়া সিলিং এর হাত থেকে মাথা বাঁচাতে বিদ্যুৎ দপ্তরের কর্মচারীরা মাথায় হেলমেট পরে আসছেন অফিসে। সম্প্রতি এরকমই একটি ছবি ছড়িয়ে পড়ে টুইটারে। ছড়িয়ে পড়ার সাথে…

Avatar

উত্তর প্রদেশ : অফিসের ভেঙে পড়া সিলিং এর হাত থেকে মাথা বাঁচাতে বিদ্যুৎ দপ্তরের কর্মচারীরা মাথায় হেলমেট পরে আসছেন অফিসে। সম্প্রতি এরকমই একটি ছবি ছড়িয়ে পড়ে টুইটারে। ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় ছবিটি। ঘটনাটি উত্তরপ্রদেশের বাঁদা জেলার বিদ্যুৎ দপ্তরের ছবি। অফিসের কর্মচারীরা সাংবাদিক দের জানিয়েছেন, “এই অফিসের বিল্ডিংয়ের অবস্থা অত্যন্ত খারাপ। আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি যত শীঘ্র সম্ভব এই বিল্ডিংয়ের মেরামতি করা হোক। আমরা এর আগেও প্রশাসনিক কতৃপক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু কোনো কর্মকর্তার কাছ থেকেই সাড়া পাইনি।

ওই অফিসে খোঁজ করে জানা যাচ্ছে গত ২ বছর ধরে একই সমস্যায় ভুগছেন অফিসের কর্মচারীরা। হেলমেট পরে অনেকেই আসছে অফিসে বিগত ২ বছর ধরেই। সংবাদ সংস্থা এনএনআই সোমবার একটি টুইট করেছে। তার তিনটি ছবিতে দেখা যাচ্ছে সরকারি অফিসের মধ্যে চেয়ার টেবিলে বসে কাজ করছেন কর্মীরা। আর তাদের মাথায় হেলমেট। ওই টুইটে জানানো হয়েছে, এটি উত্তরপ্রদেশের বাঁদা জেলা বিদ্যুৎ দপ্তরের ছবি। ওই টুইটে উল্লেখ করা হয়েছে, কোনো দুর্ঘটনার কবলে যাতে তারা না পড়েন তাই এই ব্যবস্থা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author