Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রীদেবীর মৃত্যুর পর সামনে এল দাম্পত্য জীবনের আসল সত্য, কথা বন্ধ করে দিয়েছিলেন স্বামী বনির সঙ্গে, এই ছিল কারণ

বনি কাপুর ও শ্রীদেবী দুজনেই বলিউডের অন্যতম দুই প্রথম সারির তারকা। বর্তমানে শ্রীদেবী আর আমাদের মাঝে নেই। দুবাইতেই এক দুর্ঘটনায় রহস্য মৃত্যু হয় তার। সেই সময় তার মৃত্যু নিয়ে চূড়ান্ত…

Avatar

বনি কাপুর ও শ্রীদেবী দুজনেই বলিউডের অন্যতম দুই প্রথম সারির তারকা। বর্তমানে শ্রীদেবী আর আমাদের মাঝে নেই। দুবাইতেই এক দুর্ঘটনায় রহস্য মৃত্যু হয় তার। সেই সময় তার মৃত্যু নিয়ে চূড়ান্ত জলঘোলা হয়েছিল মিডিয়াতে। তবে শেষপর্যন্ত ধামাচাপা পড়ে যায় সবটাই। তবে পুনরায় এক পুরনো ঘটনার সূত্র ধরেই চর্চার আলোয় উঠে এসেছেন এই দুই বলি তারকা। শোনা যায়, একসময় তিন মাস বনি কাপুরের সাথে কথা বলেননি শ্রীদেবী। শেষপর্যন্ত তার প্রয়াণের এতদিন পর সেই সত্যিই সামনে এসেছে সকলের। সত্যি সামনে আসতেই অবাক নেটমহল।

শ্রীদেবীর মৃত্যুর পর সামনে এল দাম্পত্য জীবনের আসল সত্য, কথা বন্ধ করে দিয়েছিলেন স্বামী বনির সঙ্গে, এই ছিল কারণ

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বনি কাপুর ও শ্রীদেবী স্বামী-স্ত্রী হওয়া সত্ত্বেও নিজেদের কাজ ও ব্যক্তিগত জীবন আলাদা আলাদা ভাবেই সামলাতেন। কর্ম জগতের প্রভাব ব্যক্তিগত জীবনে কিংবা ব্যক্তিগত জীবনের প্রভাব নিজের কাজের উপর কখনোই পরতে দিতেন না তারা। আর এর প্রমাণ মিলেছে বহুবার। শোনা যায়, অভিনেত্রী বনি কাপুর পরিচালিত একটি ছবিতে অভিনেত্রী হিসেবে যোগ দেওয়ার পর কাজের খাতিরে এবং নিজের চরিত্রের খাতিরেই তিন মাস বনি কাপুরের সাথে কথা বলেননি। খুব স্বাভাবিকভাবেই দর্শকমহলে তার অভিনয় যে চূড়ান্ত প্রশংসিত হয়েছিল, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি পুরনো এই ঘটনার কথা সামনে আসতেই আবারো অভিনেত্রীর প্রতি মুগ্ধ তার ভক্তরা।

তবে মৃত্যুর এত বছর পরেও বারবারই মিডিয়ার চর্চার আলোয় তার দেখা মেলে। কিছু ক্ষেত্রে পুরনো কোন ঘটনার সূত্র ধরে চর্চায় থাকেন অভিনেত্রী। তবে বেশিরভাগ সময়ই নিজের মেয়েদের কারণে এখনো চর্চায় থাকতে হয় তাকে। জাহ্নবী কাপুর ইতিমধ্যেই তরুণ অভিনেত্রী হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা জায়গা ও পরিচিতি বানিয়ে ফেলেছেন। খুব শীঘ্রই বনি কাপুর ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের ডেবিউ হতে চলেছে বলিউডে। শ্রীদেবীর কন্যা হিসেবে তাদের নিয়ে চর্চার সময় প্রায়ই উঠে আসে বলিউডের হাওয়া হাওয়াইর প্রসঙ্গ।

About Author