দেশ জুড়ে করোনার প্রকোপে বিধ্বস্থ জনজীবন। গৃহবন্দী সকলেই। এদিকে পূর্ব ভারতের দুটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ধ্বংসলীলার চিহ্ন এখনও বিদ্যমান। এরই মাঝে রাজস্থান, গুজরাট ও মধ্যপ্রদেশে হানা দিয়েছে পঙ্গপালের দল। রাষ্ট্রসঙ্ঘের মতে, প্রায় ৩৫ হাজার মানুষের এক বছরের খাবার কয়েক মূহুর্তে নষ্ট করে দিতে পারে এই পঙ্গপালের দল। ইতিমধ্যেই রাজ্যে সতর্কবার্তা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।
রাজস্থান, মধ্যপ্রদেশের ফসল নষ্টের পর এবার রাজধানী দিল্লির অভিমুখে রওনা দিয়েছে পঙ্গপালের দল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবারের পঙ্গপালের দল তুলনায় অনেকটাই বড় এবং সংখ্যায় অনেক বেশি। যার ফলে প্রচুর পরিমাণে ফসল নষ্ট হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। দিল্লির অভিমুখে যাত্রা করলে খেয়ে ফেলবে সবুজ গাছ ও ফসল। আর তার ফলেই দেশ জুড়ে অর্থনীতির বেহাল দশার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। যদিও বাতাসের ফলে কিছুটা রক্ষা মিলতে পারে এই পঙ্গপালের দলের থেকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই পঙ্গপালের দল পূর্ব আফ্রিকা, ইরান ও পাকিস্তান হয়ে ছড়িয়ে পড়ছে ভারতে। গ্রিলাস গ্রেগারিয়াস প্রজাতির এই পতঙ্গের বাস মরুভূমির দেশে। সমস্ত সবুজ গাছ, শাক সবজি, ঘাসপাতা, শস্যজাতীয় ফসল খেয়ে ফেলতে পারে এই পতঙ্গ। এবছর কিছুটা আগেই আগমন ঘটেছে এদের। প্রতিবার ইতিমধ্যে রাজস্থানে নষ্ট করেছে কয়েক হেক্টর জমির ফসল। ভারত কৃষিপ্রধান দেশ আর সেখানে কৃষি জমিতে এমন পতঙ্গের আবির্ভাবে ক্ষতি হতে পারে ব্যাপক। যার ধাক্কা এসে পড়তে পারে দেশের অর্থনীতিতে।