Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Neel-Trina: বিয়ের পর প্রথম জন্মদিন তৃণার, রোমান্টিক সারপ্রাইজ প্ল্যান নীলের, রইল ভিডিও

বর্তমান সময়ে সিনেমার পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন পরিবারকেন্দ্রিক ধারাবাহিক। স্টার জলসা জি বাংলায় একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয় যা দর্শকদের না দেখলে দিন কাটেনা। এই বাংলা ধারাবাহিক জগতের এক উজ্জ্বল…

Avatar

বর্তমান সময়ে সিনেমার পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন পরিবারকেন্দ্রিক ধারাবাহিক। স্টার জলসা জি বাংলায় একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয় যা দর্শকদের না দেখলে দিন কাটেনা। এই বাংলা ধারাবাহিক জগতের এক উজ্জ্বল তারকা হলেন নীল ভট্টাচার্য। বর্তমানে জি বাংলার পর্দায় উমা ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে। কিছুদিন আগেই ২০২১ সালে নীল ভট্টাচার্য টেলিভিশন অভিনেত্রী তৃনা সাহার সাথে বিবাহ করেন। প্রায় ১০ বছর প্রেমের পর গত বছর এই টলিউডের চার হাত এক হয়। এখনতো তাঁরা দুজনে টলিপাড়ার চার্মিং কাপেল।নীল ভট্টাচার্য এবং তৃনা সাহার বিয়ের সময় একাধিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়েছিল। নেটিজেনদের কাছে তারা বেশ মিষ্টি কাপেল। গতকাল ছিল অভিনেত্রী তৃনা সাহার জন্মদিন। আর সেই উপলক্ষে জমকালো সারপ্রাইজ বার্থডে আয়োজন করেছিলেন নীল। সেই বার্থডে পার্টির বিভিন্ন ভিডিও ইনস্টাগ্রামের শেয়ার করেন অভিনেতা। বেশিরভাগ ভিডিও চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়।ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রোমান্টিক স্টাইলে নীল তৃণার চোখ চেপে ধরে তাঁকে ঘরের মধ্যে নিয়ে আসে। ঘরটি ছিল বেলুন এবং বিভিন্ন কিছু দিয়ে সুসজ্জিত। সেই ঘরে বার্থডে গার্লকে উইশ করার জন্য ছিলেন নীল তৃণার কাছের বন্ধুবান্ধবরা। অভিনেত্রী ঘরে ঢুকতেই তাঁকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে। তারপর কেক কেটে একসঙ্গে কোমর দোলানো নীল তৃণা জুটি। তারপরই সকলকে অবাক করে দিয়ে নীল একটি গলার হার উপহার দেন তৃনাকে। তিনি নিজের হাতেই হার পরিয়ে দিয়ে, তৃণার গালে চুমু খান।ভিডিও শেয়ার করে নীল ক্যাপশন দিয়ে লিখেছিলেন, “মেক মেমোরিস। থ্যাংকস টু অল মাই ফ্রেন্ডস। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন।” পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছিল “ও মেরি জান, না হো পারেসান”। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কমেন্ট করে তৃনাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
About Author