Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউন উঠলেও আপনি আগের মতো যে কাজগুলি করতে পারবেন না, সেগুলি জেনে নিন

লকডাউনের জেরে গোটা দেশ ঘরবন্দি। বাড়ি থেকে বেরোতে পারছেন না কেউ। রাস্তাঘাট পুরো শুনশান। বাড়িতে থেকেই দেশবাসী বিভিন্ন ধরনের কাজ করছেন। কেউ ছবি আঁকছেন, তো কেউ নাচ করছেন। সেই সমস্ত…

Avatar

লকডাউনের জেরে গোটা দেশ ঘরবন্দি। বাড়ি থেকে বেরোতে পারছেন না কেউ। রাস্তাঘাট পুরো শুনশান। বাড়িতে থেকেই দেশবাসী বিভিন্ন ধরনের কাজ করছেন। কেউ ছবি আঁকছেন, তো কেউ নাচ করছেন। সেই সমস্ত কাজ আবার সোশ্যাল সাইটে পোস্ট ও করছেন। তবে শুধু কিন্তু সাধারণ মানুষ নয়, সেলেবরা ও নতুন নতুন মজাদার কীর্তির ভিডিও পোষ্টাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর মুহূর্তের মধ্যেই সেইসব কীর্তি ভাইরাল।

সবার মনের মধ্যেই এখন একটা চিন্তা। কবে লকডাউন উঠবে আর সব আগের মতো হয়ে যাবে। আবার সেই আগের মতো সিনেমা দেখা, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং বাইরে ঘুরতে যাওয়া। কিন্তু মনে রাখবেন লকডাউন উঠে গেলেও আবার আগের মতো সব ফিরে পেতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। যে যে কাজগুলি আপনাকে করতে হবে আর যেগুলি আপনি লকডাউন উঠে গেলেও করতে পারবেন না, সেগুলি জেনে নিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) আপনি যে এখন করোনার জন্য বার বার হাত ধুচ্ছেন। সেই অভ্যাসটা বন্ধ করবেন না। কারণ এই হাত ধোবার অভ্যাস থাকলে অন্যান্য রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন।

২) লকডাউন উঠে গেলেই ব্যাগপত্তর গুছিয়ে বাইরে ঘুরতে যাবেন। তা একদম করবেন না। আগামী কয়েকমাস বাইরে যাবার পরিকল্পনা একদম বন্ধ রাখুন। বেশ কয়েকদিন বাড়িতেই থাকুন। পরিস্থিতি স্বাভাবিক হলেই না হয় ঘুরতে যাবেন।

৩) বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস খুব সহজে যাবার নয়। তাই মাস্ক পড়তে একদম ভুলবেন না। নিজের সুরক্ষার কথা নিজেকেই বুঝতে হবে। তাই মাস্ক পড়ার অভ্যাসটা বজায় রাখুন।

৪) পার্টিতে যাওয়া বা রেস্টুরেন্টে খেতে যাওয়া সব এখন লকডাউনের পর এড়িয়ে চলুন। ভিড় জমায়েত যত  এড়িয়ে চলবেন ততই এই ভাইরাসের হাত থেকে রেহাই পাবেন।

About Author