বলিউডবিনোদন

টাকা পেয়ে এখন গরীবদের নিয়ে মজা করে এই কাজ করছেন অভিনেত্রী Janhvi Kapoor, এমন আচরণে ক্ষুব্ধ নেটজনতা

×
Advertisement

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি নিজের খারাপ আচরণের জন্যই চর্চিত শ্রীদেবী কন্যা।

Advertisements
Advertisement

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে যেখানে, অভিনেত্রীকে বেশ কিছু বাচ্চা গরিব মানুষকে এড়িয়ে হাসতে হাসতে গাড়িতে উঠে যেতে দেখা গিয়েছে। আর অভিনেত্রীর এই আচরণই পছন্দ হয়নি বেশিরভাগ নেটনাগরিকদের। তারা শ্রীদেবী কন্যার এই আচরণকে অভদ্রতা হিসেবেই ধরে নিয়েছেন। একাধিক কটাক্ষজনক মন্তব্যের তীরে বিদ্ধ করেছেন তাকে। সেই ঝলক মিলবে নেটদুনিয়াতেই। তবে এই মুহূর্তে এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর কাছ থেকে।

Advertisements

Advertisements
Advertisement

কয়েকদিন আগে জনপ্রিয় ফটোগ্রাফার মানব মঙ্গলানীর সূত্র ধরেই একটি ঝলক তুমুল ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। আর সেই ঝলক দেখার পর থেকেই নেটজনতার একাংশ বনি কাপুরকে আগাম শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন তার হবু জামাইয়ের জন্য। এদিন মুম্বাই বিমানবন্দরে জাহ্নবী কাপুরের সাথে দেখা দিয়েছিলেন বাবা বনি কাপুরও। সাথে ছিলেন বোন খুশি কাপুর, রাজকুমার সন্তোষীর মেয়ে তানিশা সন্তোষী ও জাহ্নবী কাপুরের গুজব প্রেমিক শিখর পাহাড়িয়া। তবে এদিন শিখর পাহাড়িয়াকে দেখা গিয়েছিল বনি কাপুরের সাথেই। আর সেই ঝলক চোখে পড়তেই নেটজনতার একাংশ হবু জামাইয়ের জন্য শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন পরিচালককে।

Related Articles

Back to top button