Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৪০ দিন পর খুলেছে মদের দোকান, ৪৫ কোটি টাকার মদ বিক্রি এই রাজ্যে

লকডাউনে মদের দোকান খোলার কথা জানতেই আনন্দে আত্মহারা হয়ে যায় সুরা প্রেমীরা। করোনা আতঙ্কে টানা ৪০ দিন মদের দোকান বন্ধ থাকার পর অবশেষে মদের দোকান খোলার প্রথম দিনেই ভোর রাত…

Avatar

লকডাউনে মদের দোকান খোলার কথা জানতেই আনন্দে আত্মহারা হয়ে যায় সুরা প্রেমীরা। করোনা আতঙ্কে টানা ৪০ দিন মদের দোকান বন্ধ থাকার পর অবশেষে মদের দোকান খোলার প্রথম দিনেই ভোর রাত থেকে ভিড় লক্ষ্য করা যায় সুরা প্রেমীদের।দেশের অধিকাংশ রাজ্যে মদের দোকান খোলার আগে থেকেই লম্বা লাইন শুরু হয়ে যায়। দোকানের শাটার উঠতেই যেন কোনো উৎসব, এমন ভাবেই শোনা গেল বাজির আওয়াজ।

দীর্ঘ বেশ কিছুদিন বন্ধ থাকার পর প্রথম দিনেই এত মদ বিক্রি হয়েছে যে তা বিক্রির সমস্ত রেকর্ড বিক্রি ভেঙে দিয়েছে। কর্ণাটকে মাত্র কয়েকঘণ্টায় বিক্রি হয় ৪৫ কোটি টাকার মদ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় আগেই বলা হয়েছিল নিয়ম মেনে গ্রিন, অরেঞ্জ ও রেড জোনে খোলা যাবে একমুখী কাউন্টারের মদের দোকান। তবে সামাজিক দূরত্ব যেনো বজায় থাকে লক্ষ্য রাখতে হবে সেই ব্যাপারে । তবে শপিং মল,পাব, রেস্তোরাঁ তে বন্ধ মদের বিক্রি, মদের দোকান বন্ধ থাকবে কনটেন্টমেন্ট জোনে।

About Author