Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের অর্থনীতি বাঁচাতে ১০ টি বিষয়ে মিলবে বিশেষ ছাড়, নির্দেশিকা কেন্দ্র সরকারের

২০ এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে সেক্ষেত্রে অবশ্যই শর্ত থাকবে। করোনার জন্য কার্যত দেশের অর্থনীতি ক্রমশ নিচের দিকে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজেও ব্যাপক…

Avatar

২০ এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে সেক্ষেত্রে অবশ্যই শর্ত থাকবে। করোনার জন্য কার্যত দেশের অর্থনীতি ক্রমশ নিচের দিকে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজেও ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই সমস্ত দিক বিচার করেই কেন্দ্রের তৈরি গাইডলাইনে যে বিষয়গুলিতে ছাড় দেওয়া হয়েছে সেগুলি হল-

১) ২০ এপ্রিলের পর থেকে সংক্রমিত এলাকা বাদে বাকি এলাকাগুলিতে কৃষিক্ষেত্রে ছাড় মিলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) কৃষিজাত পণ্যের উৎপাদন, কৃষি সম্পর্কিত শিল্পে ও ছাড় দেওয়া হবে।

৩) স্থানীয় স্তরে ফসল বিক্রি ও অনুমোদিত কিষাণ মান্ডির মাধ্যমে ফসল বিক্রিতেও ছাড় পাওয়া যাবে।

৪) দুগ্ধ সরবরাহ, দুধ বিক্রি প্রভৃতি ক্ষেত্রে ছাড় মিলেছে।

৫) চা ও কফি চাষের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।

৬) মৎস্য চাষ ও পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

৭) এছাড়া খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ শিল্প, সেচ প্রকল্প, রাস্তা তৈরী, ১০০ দিনের কাজ, কুটির শিল্পগুলিতে ছাড় মিলবে।

৮) শহরের বেশ কিছু শিল্প কারখানায় ছাড় দেওয়া হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই বিশেষ শর্ত থাকবে। সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে।

৯) তথ্য প্রযুক্তি এবং ই-কমার্স সেক্টরগুলিতে আংশিক ছাড় দেওয়া হবে।

১০) রাবার চাষের ক্ষেত্রে ও উদ্যান পালনের ক্ষেত্রেও ছাড় দেবে কেন্দ্র।

এইগুলি ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। আর সারা দেশ জুড়েই মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। যত্রতত্র থুতু ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিয়ম না মানলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

About Author