Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mithai: বাস্তবেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘মিঠাই’-এর ‘উচ্ছেবাবু’ আদৃত! জেনে নিন পাত্রীর পরিচয়

বাংলা টেলিভিশনের এখন একটাই জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। শুরুর কিছুদিনের মধ্যে বাংলার মানুষের মনে গেঁথে গিয়েছে মিঠাই। এই এক নম্বর শোএর নায়ক হলেন মিঠাইয়ের উচ্ছেবাবু ওরফে আদৃত রায় । ‘মিঠাই’-এর…

Avatar

By

বাংলা টেলিভিশনের এখন একটাই জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। শুরুর কিছুদিনের মধ্যে বাংলার মানুষের মনে গেঁথে গিয়েছে মিঠাই। এই এক নম্বর শোএর নায়ক হলেন মিঠাইয়ের উচ্ছেবাবু ওরফে আদৃত রায় । ‘মিঠাই’-এর সিড এখন বাংলার লক্ষ লক্ষ তরুণীর ক্রাশ। কিন্তু এই বং ক্রাশ বাংলার বহু মহিলার মন ভেঙে দিয়েছেন। হ্যাঁ মিঠাইয়ের উচ্ছেবাবু রিলে বিয়ে না মানলেও বাস্তবে বিয়ে মানে। তাই তো চলতি বছরেই সকলের মন ভেঙে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা আদৃত রায়।

এখন টলিউডের টলিপাড়াতে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে আর চার মাস পরেই নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিঠাইয়ের উচ্ছেবাবু। ধারাবাহিকে সিড যেমন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এক্কেবারে মুখচোরা তেমন আদৃতও বাস্তবে তাই। অন্য নায়ক নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়া থেকেও দূরেই থাকতে বেশ ভালোবাসেন।  নিজের কাজ নিয়ে কথা বলেছেন গান গেয়েছেন কিন্তু প্রেম নিয়ে কখনওই তেমনভাবে কিছু বলেননি আদৃত। এমনকি এত বছর ধরে তাঁর প্রেমিকার কথা আর জানতেও পারেননি কেউ

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খবর, দীর্ঘ দশ বছর ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ আদৃত, এবার ১০ বছরের প্রেমকে পরিণতি দেওয়ার পালা। পাত্রীর নাম, সুপ্রিয়া। অভিনেতার এই বিশেষ বান্ধবী থাকেন মুম্বাইতে। সম্ভবত বিনোদন জগতের সঙ্গে যুক্ত সুপ্রিয়া।দুজনের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। শোনা যায় আদৃতের হবু শ্বশুরমশাই মুম্বইয়ের নামী আর্ট ডিরেক্টর। আর । যদিও বান্ধবীর সঙ্গে কখনোই নিজের ছবি প্রকাশ্যে আনেননি আদৃত। তবে নভেম্বর মাসেই বিয়ে করবেন একথা এখনো কিছুই বলেননি আদৃত।

এখন মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্স পরবর্তী ফুলশয্যা নিয়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। একমাস পর কি সিড মিঠাইয়ের বিবাহিত সম্পর্ক মধুর হবে এই নিয়ে চলছে দর্শকদের মনে অনেক প্রশ্ন। গত সপ্তাহেও ১০.৯ পেয়ে টিআরপি রেটিংয়ের সঙ্গে এক নম্বর স্থান ধরে রেখেছিল মিঠাই।

উল্লেখ্য, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থায় সহকারী পরিচালক হিসাবে টলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন আদৃত। এরপর ‘নূর জাহান’, ‘প্রেম আমার টু’, ‘পরিণীতা’,’পাসওয়ার্ড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন আদৃত। চলতি বছরের শুরুতেই মিঠাই-এর সঙ্গে ছোটপর্দায় অভিষেক করেন আদৃত। অভিনয়ের পাশাপাশি খুব ভালো গান ও গান আদৃত।

About Author