Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সেরা নায়ক সিদ্ধার্থ, সেরা নায়িকা মিঠাই, সোনার সংসারে বাজিমাত মিঠাই পরিবারের

খুব শীঘ্রই জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হতে চলেছে 'সোনার সংসার ২০২২'। সেখানে উপস্থিত থাকবেন জি বাংলার সমস্ত পরিচিত তারকারা। জি বাংলার পক্ষ থেকে তাদের প্রত্যেকের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিশেষ…

Avatar

খুব শীঘ্রই জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হতে চলেছে ‘সোনার সংসার ২০২২’। সেখানে উপস্থিত থাকবেন জি বাংলার সমস্ত পরিচিত তারকারা। জি বাংলার পক্ষ থেকে তাদের প্রত্যেকের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিশেষ নিমন্ত্রণ পত্র। তার ঝলক জি বাংলার তারকাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাবে। তবে জানা গিয়েছে, এবারের সোনার সংসারে প্রত্যাশিতভাবে বাজিমাত করেছে মিঠাই পরিবারই।

টানা একবছর ধরে সেরার সেরা হয়ে ছিল ‘মিঠাই’ ধারাবাহিক। বর্তমানে অবশ্য টিআরপির দৌড়ে কিছুটা নামতে হয়েছে মিঠাইকে। তবে ধারাবাহিক অনুরাগীদের কাছে ‘মিঠাই’এর স্থান রয়ে গিয়েছে একইরকম। শুরু থেকেই মোদক পরিবার মন কেড়েছিল সকলের। গত একবছর ধরে সেই জায়গা বজায় রেখেছে তারা। এমনকি জানা গিয়েছে, সেরা পরিবারের শিরোপা চলে গিয়েছে মোদক পরিবারের কাছেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কবে ‘সোনার সংসার ২০২২’ জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হতে চলেছে! তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায় নি। তবে সম্ভবত চলতি মাসের শেষের দিকেই অনুষ্ঠিত হতে পারে এই সোনার সংসার। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় সোনার সংসারের পুরস্কার বিতরণীর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যাবে আবির, অঙ্কুশ সহ আরও একাধিক টলি তারকাকে।

এক ঝলকে দেখে নিন সংসারের সেরা কারা-

• সেরা বউমা- যমুনা, যমুনা ঢাকি।
• সেরা দেওর- সোম, মিঠাই।
• সেরা বাবা ও মা- পারোমিতা-অপূর্ব, কড়ি খেলা।
• প্রিয় বউ- অপু, অপরাজিতা অপু।
• প্রিয় বর- দীপু, অপরাজিতা অপু ও সঙ্গীত, যমুনা ঢাকি।
• সেরা নায়ক- সিদ্ধার্থ, মিঠাই।
• সেরা নায়িকা- সৌমিতৃষা, মিঠাই।
• সেরা ধারাবাহিক- মিঠাই।

সোশ্যাল মিডিয়ার পাতায় যে সমস্ত ছবিগুলো ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে মিঠাইয়ের পাশাপাশি মিঠাই পরিবারের একাধিক সদস্যকে লাল পোশাকে দেখা গিয়েছে। এছাড়াও শ্রী ও নিপাকে ঘিয়ে রঙের পোশাকে দেখা গিয়েছে পুরস্কার নিতে। আর সকলের প্রিয় উচ্ছেবাবুকে অর্থাৎ সিদ্ধর্থকে সাদা শার্ট, নীল রঙের ব্লেজার ও প্যান্টে দেখা গিয়েছে। তবে আপাতত ধারাবাহিক অনুরাগীরা জি বাংলার পর্দায় ‘সোনার সংসার ২০২২’ দেখার অপেক্ষায় রয়েছেন।

About Author