Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘অশোভন’ পোশাকে সেজেছেন অদ্রিজা রায়, ট্রোলের মুখে অভিনেত্রী

প্রায় চার বছর হল ইন্ডাস্ট্রিতে এসেছেন অদ্রিজা রায়। খুব সম্ভবত 'বেদেনি মলুয়ার কথা' সিরিয়ালে অদ্রিজাকে প্রথম দেখা যায়। এরপর এক এক করে অনেক বাংলা ধারাবাহিকে অদ্রিজাকে দেখা গিয়েছে। অবশ্য অদ্রিজার…

Avatar

প্রায় চার বছর হল ইন্ডাস্ট্রিতে এসেছেন অদ্রিজা রায়। খুব সম্ভবত ‘বেদেনি মলুয়ার কথা’ সিরিয়ালে অদ্রিজাকে প্রথম দেখা যায়। এরপর এক এক করে অনেক বাংলা ধারাবাহিকে অদ্রিজাকে দেখা গিয়েছে। অবশ্য অদ্রিজার কথায় চিরঞ্জিত চক্রবর্তীর ‘ডিটেক্টিভ ২০১৫’-তে অডিশন দেন তিনি এবং সেই থেকে তাঁর জার্নি শুরু। টেলিভিশন ছাড়াও বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। তবে ছোটপর্দাই তাঁকে জনপ্রিয়তার আকাশ ছুঁইয়ে দিয়েছে। এমনকি রাজ চক্রবর্তীর পরিচালনা, শুভশ্রী-ঋত্বিকের সঙ্গে অভিনয় করে দর্শকদের খুব কাছাকাছি চলে এসেছেন অদ্রিজা। সবই ঠিকঠাক চলছে, কিন্তু সম্প্রতি অদ্রিজা একটি ছবি সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করেন যা নিয়ে অভিনেত্রী ট্রোল হন। চলুন ছবিটি একবার দেখে নিই।

 

View this post on Instagram

 

A post shared by Adrija Roy ❤️ (@adrija_roy_official) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ছবি দেখে মনে হচ্ছে অদ্রিজার বক্ষ অর্ধেক উন্মুক্ত। কিন্তু তা নয়। ড্রেসটি এমন করে বানানো হয়েছে যা দেখে যে কারোর চোখে ধাঁধা লাগতে পারে। ড্রেসটির ব্ল্যাক কাপের নিচে অফ হোয়াইট কাপ দিয়ে বোনা রয়েছে। একবার দেখলে যে কেউ ভাবতে পারেন অদ্রিজা অশালীন ড্রেসে পোজ দিচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Adrija Roy ❤️ (@adrija_roy_official) on

অদ্রিজা ভীষণ খাদ্য রসিক। অভিনেত্রী শুভশ্রীর কথায়, অদ্রিজা এক হাঁড়ি ভাত, বারোটা রুটি থেকে শুরু করে খেয়ে নিতে পারেন সাতটা পারষে মাছও। এরপরেও ছিপছিপে শরীর কেমন করে? অদ্রিজা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আমি অ্যাথলিট ছিলাম ৷ রান আর লং জাম্পে আমি স্টেট লেভেলেও অংশ নিয়েছিলাম ৷ কিন্তু মাধ্যমিকের সময় অনেকটা গ্যাপ পড়ে যায় ৷ আবার যখন আমি শুরু করি, আর সেই ফিটনেসটা ছিল না ৷ খেলা থেকে আসতে আসতে দূরে সরে গেলাম ৷ তখনই কাকার কয়েকজন বন্ধ‌ু আমাকে অভিনয়ের কথা বলেন ৷ চিরঞ্জিত চক্রবর্তীর ‘ডিটেক্টিভ ২০১৫’-তে অডিশন দিই ৷ সেই শুরু ৷” হয়তো এরজন্যেই অদ্রিজার কোর পাওয়ার বেশি। এই লকডাউনে নিয়মিত বাড়িতে এক্সারসাইজ করেছেন অভিনেত্রী।

এই অক্টোবরে হইচই এ রিলিজ হতে চলেছে অদ্রিজার অভিনীত একটি সিরিজ। ওই সিরিজটির নাম হল ‘বন্য প্রেমের গল্প ২’।

About Author