বেশ কিছু ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তাই নিজেকে ফিট রাখতে এবং নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন তিনি। তবে টলিউডে এই মুহূর্তে যেহেতু বড় কোনো প্রজেক্ট হচ্ছে না এবং করোনা অতিমারীর কারণে টলিউড যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে সেহেতু অদ্রিজার মত নিউকামারকেও ভালো কাজ পাবার জন্য একটু অপেক্ষা করতে হতে পারে।
রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় সাইকেল চালাতে ব্যস্ত অদ্রিজা, দেখুন ভিডিও
অদ্রিজা অ্যাডি রায় মানেই স্মার্ট লুক ও ফিটনেস। লকডাউনে জিম বন্ধ থাকায় টলি টাউনের তারকারা ফিটনেস মন্ত্রে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। এছাড়া বাড়িতে থাকার জন্য স্বাভাবিক নিয়মেই প্রোপার ডায়েট মানতে পারেননি…

আরও পড়ুন