Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছেলে ঝিনুকের সঙ্গে পাহাড় ভ্রমণে শ্রাবন্তী, মুহূর্তে ভাইরাল ছবি

শ্রাবন্তী অধুনা শ্রাবন্তী সিং মানেই এখন বিতর্কের ঝড়। অভিনেত্রী হিসাবে শ্রাবন্তী যতটা খ্যাতি পেয়েছেন তার থেকে বেশি বিখ্যাত হয়েছেন বিতর্কিত পারিবারিক জীবনের জন্য। সম্প্রতি শ্রাবন্তীর ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর সঙ্গে…

Avatar

শ্রাবন্তী অধুনা শ্রাবন্তী সিং মানেই এখন বিতর্কের ঝড়। অভিনেত্রী হিসাবে শ্রাবন্তী যতটা খ্যাতি পেয়েছেন তার থেকে বেশি বিখ্যাত হয়েছেন বিতর্কিত পারিবারিক জীবনের জন্য। সম্প্রতি শ্রাবন্তীর ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর সঙ্গে শ্রাবন্তীর একটি ছবি ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে। সেখানে মা-ছেলেকে একসাথে দেখা যাচ্ছে। দুজনের পরনেই শীতপোষাক।ছবিটি দেখে মনে হচ্ছে এটি সম্ভবত বাইরে কোথাও বেড়াতে গিয়ে তোলা।

এর আগে অভিমন্যুর সাথে ছবি তুলে ট্রোল হয়েছিলেন শ্রাবন্তী। সেই ছবিগুলি সিডাকটিভ পোজে তোলা হয়েছিল।স্বাভাবিকভাবেই মা-ছেলের এই ধরনের ছবি নেটিজেনদের কাছে নিন্দনীয় ছিল। খুব অল্প বয়সে দূরদর্শনে সিরিয়ালের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন শ্রাবন্তী। কিন্তু কিছুদিন পরেই রাজীবের সঙ্গে তাঁর বিয়ে হয়ে যায়। রাজীব তখন উঠতি পরিচালক। একমাত্র ছেলে ঝিনুকের জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন। সেই সময় বিভিন্ন জায়গায় রাজীব-শ্রাবন্তীকে সুখী দম্পতি রূপে দেখা গেলেও পরবর্তীকালে শ্রাবন্তী রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।ফলে রাজীব-শ্রাবন্তীর বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর কিছুদিন পরে শ্রাবন্তী বিয়ে করেন কৃষ্ণ ব্রজ নামে এক মডেলকে । ক্যামেরার সামনে দুজনে সুখী দাম্পত্যের অভিনয় করলেও বিয়ের একবছর কাটতে না কাটতেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। সম্প্রতি রোশন সিং নামে এক পাইলটকে বিয়ে করেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজেদের ছবি আপলোড করেন তাঁরা দুজনে।শ্রাবন্তী জানিয়েছেন,তাঁর ছেলে ঝিনুকের অনুমতি নিয়ে তিনি বিয়ে করেছেন। তবে এখনও অবধি ঝিনুক ও রোশনকে খুব কম জায়গাতেই একসাথে দেখা গেছে।

About Author