Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সমুদ্রের তলা থেকে মানুষের জন্য উপহার নিয়ে আসছে ডলফিন

শ্রেয়া চ্যাটার্জি - অস্ট্রেলিয়ার 'কুইন্সল্যান্ড টিম ক্যান বে তে' সমুদ্রের ধারের 'ক্যাফে বার্নাকার্লস ক্যাফে এন্ড ডলফিন ফিডিং' এ ডলফিন না সমুদ্রের তলা থেকে মানুষের জন্য প্রবাল উপহার নিয়ে আসছে। লকডাউনের…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – অস্ট্রেলিয়ার ‘কুইন্সল্যান্ড টিম ক্যান বে তে’ সমুদ্রের ধারের ‘ক্যাফে বার্নাকার্লস ক্যাফে এন্ড ডলফিন ফিডিং’ এ ডলফিন না সমুদ্রের তলা থেকে মানুষের জন্য প্রবাল উপহার নিয়ে আসছে। লকডাউনের জন্য ক্যাফে অনেক দিন বন্ধ। পর্যটকদের আনাগোনা ও নেই।

২৯ বছরের পুরুষ ডলফিন ‘মিস্টিক’ রোজ দশটি করে প্রবাল উপহার নিয়ে আসছে সমুদ্রের তলা থেকে। শুধু তাই নয়, মুখে করে ঝিনুক, বোতল বা কাঠের জিনিসপত্র তুলে আনে। তবে এটার বদলে তাকে খেতে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছড়িয়ে পড়তে না পড়তেই, লাইক শুরু হয়। ভালোবাসা উগড়ে দিতে থাকে সাধারণ মানুষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা ভাইরাস এর জন্য লকডাউন এ কার্যত সারাবিশ্ব গৃহবন্দি। বাড়িতে বসে থাকতে থাকতে মানুষের মন একেবারে খারাপ তার মাঝে সোশ্যাল মিডিয়ার দৌলতে যদি এমন ছবি দেখা যায় তাহলে মন্দ কি! বাড়িতে বসে বসে মনটা খানিক ভালো হয়। ডলফিন খানিকটা মানুষ ঘেঁষা হয়। জলের মধ্যে ফুটবল নিয়ে খেলা, মানুষের সঙ্গে রঙ্গ তামাশা করায় সে একেবারে সিদ্ধহস্ত।

About Author