Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মন্দিরে বিয়ে করবেন উদিত পুত্র আদিত্য নারায়ণ

বেশ কিছুদিন ধরে চলছিল আদিত্য-নেহার প্রেমের গুঞ্জন। এমন খবর রটে গিয়েছিল যে আদিত্য নারায়ণ নেহা কাক্কারকে বিয়ে করবেন। উদিত নারায়ণের পছন্দের পাত্রী ছিলেন নেহা। যেহেতু নেহা মিষ্টি স্বভাবের এবং সুন্দর…

Avatar

বেশ কিছুদিন ধরে চলছিল আদিত্য-নেহার প্রেমের গুঞ্জন। এমন খবর রটে গিয়েছিল যে আদিত্য নারায়ণ নেহা কাক্কারকে বিয়ে করবেন। উদিত নারায়ণের পছন্দের পাত্রী ছিলেন নেহা। যেহেতু নেহা মিষ্টি স্বভাবের এবং সুন্দর গান গায় তাই নেহাকে পছন্দ করতেন উদিতজী। কিন্তু সে গুড়ে বালি। আদিত্য সাফ জানিয়ে দিয়েছেন যে সবই টিআরপির মায়া। নেহা শুধুমাত্র তার ভালো বন্ধু। সম্প্রতি আদিত্য নারায়ন তার বিয়ের দিনক্ষণ ঘোষণা করলেন। প্রায় ১০ বছরের পুরনো বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন আদিত্য-শ্বেতা।কোভিড পরিস্থিতির জন্য বিয়ে মন্দিরেই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য-শ্বেতা। ঘরোয়া পরিবেশেই এই বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আদিত্য নিজে। তবে, করোনার ভয়াবহ পরিস্থতি থেমে গেলে, বড় করে রিসেপশনের আয়োজন করা হতে পারে বলে ইঙ্গিত দেন আদিত্য নারায়ণ।এদিকে আদিত্যের বিয়ের খবরের পাশাপাশি নেহা কক্করের বিয়ের খবরের গুঞ্জন উঠছে। নেহাও নাকি তাঁর পাঞ্জাবী গায়ক বন্ধু রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন দিল্লিতে। তবে সেখানে আদিত্য উপস্থিত থাকবেন না বলেও জানিয়েছেন। সম্প্রতি তিনি বুকে ও কাঁধে চোট পেয়েছেন, তাই কোনোভাবেই বাড়ির বাইরে পা রাখছেন না আদিত্য। তবে, নেহার বিয়েতে হাজির না হতে পারলেও, প্রিয় বান্ধবীর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা আগেভাগেই জানান উদিত-পুত্র।
About Author