কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উৎসবের মরশুমে একটা বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ২০২২-২৩ সালের জন্য গ্রুপ-বি নন গেজেটেড অফিসার এবং গ্রুপ সি কর্মচারীদের জন্য দিওয়ালি বোনাস ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে আধা সামরিক বাহিনীর কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে। সামরিক বাহিনীর কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে একই সাথে যাদের সর্বোচ্চ ৭০০০ টাকা পর্যন্ত দীপাবলির বোনাস দেওয়া হবে।
রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার মঙ্গলবার নন প্রডাক্টিভিটি লিংক বোনাস ঘোষণা করেছে গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মীদের জন্য। এক মাসের বেতনের সমান পরিমাণ বোনাস দেওয়া হচ্ছে তাদেরকে। রিপোর্ট অনুযায়ী এই বোনাসের সুবিধা সেই সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা পেয়ে যাবেন যারা ২০২২-২৩ অর্ধবর্ষে কমপক্ষে ছয় মাস একটানা ডিউটি করেছেন। এই হিসাবটা কাউন্ট করা হবে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত। যারা এই সময়ের মধ্যে ভালোভাবে কাজ করেছেন তাদের জন্যই এই নতুন বোনাস দিচ্ছে ভারত সরকার। এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত অস্থায়ী কর্মচারীদেরকেও এই বোনাস দেবে কেন্দ্রীয় সরকার। তবে শর্ত একটাই, তাদের কাজের ক্ষেত্রে কোন ছুটি থাকলে চলবে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কর্মচারীরাও এডহক বোনাসের সুবিধা পেয়ে যাবেন। তাদের দেওয়া হবে সর্বোচ্চ ৭০০০ টাকা পর্যন্ত দিওয়ালি বোনাস। কর্মচারীদের নন প্রোডাক্টিভিটি লিংক বোনাস নির্ধারণের জন্য একটি বিশেষ সূত্র গ্রহণ করা হয়েছে। কর্মচারীদের গড় বেতনের ভিত্তিতে এই বোনাস গণনা করা হয়ে থাকে। আপনি যদি একটি সরকারি চাকরিতে ২০ হাজার টাকা বেতন পান তাহলে আপনি প্রায় ১৯ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন।