দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) সম্প্রতি একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা ২০২৪-২৫ অর্থবর্ষের অ্যাড-হক বোনাস সম্পর্কিত। এতদিন অবসরপ্রাপ্ত বা চাকরি থেকে ইস্তফা দেওয়া বহু শিক্ষক-শিক্ষিকা তাঁদের নাম OSMS পোর্টালে না থাকায় বোনাসের আবেদন করতে সমস্যা পাচ্ছিলেন। এবার সেই জট খুলতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় বোনাস পাওয়ার যোগ্যরা ম্যানুয়ালি বা অফলাইনে আবেদন করতে পারবেন।
কারা এই নিয়মে অন্তর্ভুক্ত?
সরকারি নিয়ম অনুযায়ী, যাঁরা বোনাস পাওয়ার যোগ্য অথচ যাঁদের নাম বর্তমানে OSMS পোর্টালে নেই, তাঁরাই এই বিজ্ঞপ্তির আওতায় পড়ছেন। এর মধ্যে অবসরপ্রাপ্ত এবং পদত্যাগকারী শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। এতদিন তাঁরা বহু হেনস্থার মুখোমুখি হলেও এখন বোনাস পাওয়ার নিশ্চয়তা মিলছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকীভাবে হবে আবেদন?
এই উদ্যোগকে আরও স্বচ্ছ ও সহজ করতে বিশেষ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।
- যোগ্য ব্যক্তিদের আবেদনপত্র সরাসরি সংশ্লিষ্ট Sub-Inspector of Schools (SI)-এর কাছে জমা দিতে হবে।
- আবেদনপত্রটি অবশ্যই DPSC-র চেয়ারম্যানকে সম্বোধন করে লেখা আবশ্যক।
- প্রতিটি কাগজপত্র যাচাই করবেন SI বা অবর বিদ্যালয় পরিদর্শক। চাকরির সময়কাল, নথিভুক্ত তথ্য এবং যোগ্যতা খতিয়ে দেখে তবেই বোনাসের সুযোগ দেওয়া হবে।
এই ধাপগুলির মাধ্যমে নিশ্চিত হবে, প্রকৃত প্রাপকরাই যেন তাঁদের প্রাপ্য সুবিধা পান।
SI-দের ভূমিকা
এই প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ধরা হচ্ছে সাব-ইন্সপেক্টর অফ স্কুলস-দের। আবেদনপত্র সংগ্রহ, নথি যাচাই এবং চাকরির তথ্য খুঁটিয়ে দেখা—সব কিছুই তাঁদের উপর নির্ভর করছে। সঠিকভাবে যাচাই না হলে কোনও যোগ্য আবেদনকারী বাদ পড়তে পারেন। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুরোধ জানিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
শিক্ষকদের স্বস্তি
এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই দক্ষিণ দিনাজপুরের অবসরপ্রাপ্ত ও প্রাক্তন শিক্ষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অনেকেই বলছেন, এতদিন অযথা দুশ্চিন্তায় ভুগতে হচ্ছিল। এবার সরকারের পক্ষ থেকে যে সহানুভূতি দেখানো হয়েছে, তা প্রশংসনীয়। শিক্ষাজগতে দীর্ঘদিন অবদান রাখা ব্যক্তিদের বোনাস প্রাপ্যতা নিশ্চিত হওয়াই স্বাভাবিক। এই পদক্ষেপ প্রমাণ করে যে কর্তৃপক্ষ তাঁদের প্রাপ্য অধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
১. কারা এই অ্যাড-হক বোনাসের জন্য আবেদন করতে পারবেন? – অবসরপ্রাপ্ত ও পদত্যাগকারী শিক্ষকরা, যাঁদের নাম OSMS পোর্টালে নেই।
২. আবেদন কোথায় জমা দিতে হবে? – সংশ্লিষ্ট Sub-Inspector of Schools (SI)-এর কাছে সরাসরি জমা করতে হবে।
৩. আবেদনপত্র কাকে সম্বোধন করা হবে? – আবেদন অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে সম্বোধন করে লিখতে হবে।
৪. যাচাই প্রক্রিয়া কীভাবে হবে? – SI বা অবর বিদ্যালয় পরিদর্শকরা চাকরির মেয়াদ ও প্রয়োজনীয় নথি খুঁটিয়ে পরীক্ষা করবেন।
৫. এই প্রক্রিয়ার উদ্দেশ্য কী? – যোগ্য কিন্তু OSMS পোর্টালে নাম না থাকা শিক্ষকদের বোনাস প্রাপ্যতা নিশ্চিত করা এবং স্বচ্ছতা বজায় রাখা।