সম্প্রতি গোয়ায় জন্মদিন কাটানোর একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। এরপরেই এক নেটিজেন তার ছবিতে মন্তব্য করেন, তার বাবা শ্যামল চক্রবর্তী কি তাকে এইসব শিখিয়েছেন? এই প্রশ্নের পাল্টা প্রশ্ন করে অভিনেত্রী বলেছেন, গোয়ায় গিয়ে কি তিনি বোর্খা দিয়ে সর্বাঙ্গ ঢাকবেন? এমনকি আনন্দবাজার অনলাইনের মাধ্যমে তিনি জানান, তার বাবা কখনোই তার পোশাক নিয়ে মাথা ঘামাননি। এমনকি তিনি এও বলেন রবীন্দ্রজয়ন্তীতে তিনি কিন্তু শাড়িই পরবেন।এই মুহূর্তে দক্ষিণ গোয়ায় সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বয়সটা তার কাছে শুধুমাত্র সংখ্যা নয়, অন্তত তিনি তা মনে করেন না। জন্মদিনের ভুরিভোজ নিয়ে কথা উঠলে তিনি জানান, সামনেই বড় বিজ্ঞাপনের কাজ রয়েছে তার, মোটা হওয়া যাবে না। আনন্দ করার পাশাপাশি শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন তিনি। তার ভুরিভোজের তালিকায় রয়েছে সামুদ্রিক সমস্ত খাবার। রাতে নিজের বন্ধুর সাথেই নৈশভোজ সারবেন তিনি। তবে বন্ধুটি কে? তা কোনোভাবেই প্রকাশ করেননি অভিনেত্রী।Happywala birthday pic.twitter.com/xj3K3ngmWj
— Ushasi Chakraborty (@ushasie) February 17, 2022
Ushasie Chakraborty: গোয়ায় সবান্ধবে উদযাপন জন্মদিন পর্দার জুন আন্টির, কেকও কাটলেন সেখানেই
ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা উষসী চক্রবর্তী গোয়ায় কাটাচ্ছেন এবারের জন্মদিন। হাতে সিগারেট, চোখে সানগ্লাস, পিঠে ট্যাটু, ছোট পোশাকে গোয়ার বিচে সময় কাটাচ্ছেন তিনি। আর সেই মুহূর্ত সম্ভবত তারই কোন এক বন্ধু…

আরও পড়ুন