কিছুদিন আগে তিয়াসা ও সুবানের পারিবারিক অশান্তি চরমে ওঠে। তিয়াসা গোবরডাঙা থানায় পৌঁছে যান সুবানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য। কিন্তু পরে সুবান গিয়ে সমস্ত মিটমাট করে তিয়াসাকে ফিরিয়ে নিয়ে আসেন। তিয়াসা অভিযোগ করেছেন, তাঁর খ্যাতির কারণে সুবান ও তাঁর মধ্যে ইগোর লড়াই শুরু হয়েছিল। অপরদিকে সুবান বলেন যে,তিয়াসার মা তিয়াসাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে চান কারণ তিয়াসা এখন বিখ্যাত নায়িকা।এই মুহূর্তে তিয়াসা জি বাংলার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’-তে মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন। এই চরিত্রটি তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। অভিনেতা নীল ভট্টাচার্য এই ধারাবাহিকে শ্যামার স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন। নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে।
সুবানের সঙ্গে বিয়ে করে ফেঁসে গেছি, আফসোস করলেন কৃষ্ণকলির ‘শ্যামা’, তুমুল ভাইরাল ভিডিও
জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মুখ্য চরিত্র শ্যামা ওরফে তিয়াসা রায় সম্প্রতি তাঁর স্বামী সুবানের সঙ্গে একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিয়াসা লিপ মেলাচ্ছেন…

আরও পড়ুন