Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mithai: পরনে লাল বাউজ হলুদ শাড়ি, মাঝ রাস্তায় মিঠাইয়ের সঙ্গে নাচ জুড়লো তোর্সা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাঙালি মা কাকিমার হৃদয়ে এখন একটাই প্রিয় নাম ‘মিঠাই’। মিঠাই আর বাংলার মা কাকিমার মধ্যে এক অটুট ভালোবাসার বন্ধন তৈরী হয়েছে। তাই জন্য টানা কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার একেবারে…

Avatar

By

বাঙালি মা কাকিমার হৃদয়ে এখন একটাই প্রিয় নাম ‘মিঠাই’। মিঠাই আর বাংলার মা কাকিমার মধ্যে এক অটুট ভালোবাসার বন্ধন তৈরী হয়েছে। তাই জন্য টানা কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার একেবারে শীর্ষে নিজের স্থান ধরে রেখেছে জি বাংলার এই ধারাবাহিক মিঠাই। লকডাউনের ‘শ‍্যুট ফ্রম হোম’এর সমস‍্যা হোক কিংবা লকডাউনের পর সেটে শ্যুটিং হোক কোনো কিছু টলাতে পারেনি মিঠাই ধারাবাহিককে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও সর্বাধিক পয়েন্ট নিয়ে বাংলা সেরা মিঠাই।

গত কয়েকদিন ধরে দেখা গিয়েছে তোর্সা প্রাণপণে চেষ্টা করেছে মিঠাই ও সিডের ডিভোর্সটা করানোর জন‍্য। সে কারণে ক্রমাগত মিঠাইকে ভুল বুঝিয়ে চলেছে সে। সরল মনের মিঠাই তা বিশ্বাস করে ডিভোর্সও চেয়েছে আদালতে। এদিকে দাদাই তাঁর দ্বিতীয় চাল চেলে সিডের বন্ধু পুলিস অফিসার রুদ্রর সঙ্গে মিঠাইয়ের আবার বিয়ে ঠিক করে দিয়েছে। এরপরই চাল ঘুরে যায়। সিড ও মিঠাইয়ের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারছেনা। টেসের সব চালই ব্যর্থ। এদিকে ডিভোর্সের পর এখন সিডের সাথে মিঠাইয়ের ফুলশয্যা হচ্ছে। দাদুর কথায় মিঠাইয়ের সাথে এক মাস সংসার করতে রাজী। এবার এই একমাসে কি হয় এখন সেটাই দেখার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পর্দায় সিদ্ধার্থকে নিয়ে যতই রেষারেষি আর রাগারাগি থাকুক মিঠাই আর তোর্সার মধ্যে। বাস্তবে কিন্তু দারুণ বন্ধু দুজনে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে দুই বন্ধু রিল ভিডিও তৈরি করে ঝড় তোলেন এই জুটি। শ্যুটিং থেকে একটু ফাঁক পেলেই দুই বন্ধু নিজেদের মতো মেতে ওঠেন। দুজনে খুব ভালো নাচেন। সম্প্রতি সোশ্যাল সৌমিতৃষা ও তন্বীর যে ভিডিও ফের ভাইরাল হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক। সোশ‍্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড মেনে সুরের তালে তাল মিলিয়ে কোমর দোলালেন দুজন। মিঠাইয়ের স্টাইলে নাচলেন তোর্সাঅ। সে ভিডিও আবার নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ারও করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। নিমেষে ভাইরাল হয় এই রিল ভিডিও পোস্ট।

About Author