Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বয়ফ্রেন্ডকে ছেড়ে গুজরাতের মৌলানাকে বিয়ে করলেন অভিনেত্রী সানা খান, দেখুন ভিডিও

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী সানা খান। সম্প্রতি গুজরাটের ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করলেন সারা। এদিন মুসলমান রীতিনীতি মেনে ‘নিকাহ’ হলো মুফতি ও সানার। সানার পরনে ছিল সাদা রঙের ওয়েডিং…

Avatar

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী সানা খান। সম্প্রতি গুজরাটের ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করলেন সারা। এদিন মুসলমান রীতিনীতি মেনে ‘নিকাহ’ হলো মুফতি ও সানার। সানার পরনে ছিল সাদা রঙের ওয়েডিং গাউন। তাঁর মাথা ঢাকা ছিল হিজাবে। সানার স্বামী মুফতি পরেছিলেন সাদা কুর্তা-পাজামা। দুই পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়দের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে হলো মুফতি ও সানার। বিয়ের অনুষ্ঠানে কেকও কাটলেন সানা ও মুফতি। সোশ্যাল মিডিয়ায় সানার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরাও সানাকে শুভেচ্ছা জানিয়েছেন।

রক্ষণশীল পরিবারের মেয়ে সানা শেষ পর্যন্ত বিয়েও করলেন রক্ষণশীল পরিবারেই। শ্বশুরবাড়ির শর্ত অনুযায়ী সানা নিজের অভিনয় জীবনে টেনে দিলেন ইতি। কিন্তু অনায়াসেই প্রশ্ন উঠেছে, বর্তমান সমাজের অর্থনৈতিক পরিস্থিতির কারণে একটি পরিবারে মেয়েদের উপার্জনশালী হওয়া প্রয়োজন। এছাড়া বর্তমান সমাজে একটি মেয়ের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসে তার সুন্দর ভবিষ্যত। একটি মেয়ের অর্থনৈতিক স্বাধীনতা থাকলে সে পারিবারিক অসুবিধায় পড়লেও তা সমাধান করার রাস্তা খুঁজে পায়। সেখানে ভালো বউ হওয়ার জন্য নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে অভিনেত্রী সানা খান সমাজের প্রতি ভুল বার্তা দিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীর্ঘ দিন ধরে বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গে সম্পর্কে ছিলেন সানা। কিন্তু হঠাৎ এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। একইসঙ্গে নিজের অভিনয় জীবনের ইতি ঘোষণা করে বলেন, তিনি এবার নিজের মতো করে বাঁচতে চান। এর আগে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসাবে এসে সানা বলেছিলেন রক্ষণশীল মুসলমান পরিবার থেকে তাঁর লড়াই করে অভিনয় জীবন শুরু করার ঘটনা। তাহলে সেই সানাই আবার কি করে ফিরে গেলেন রক্ষণশীল জীবনে। তিনি কি করে অবলীলায় ছেড়ে দিলেন তাঁর পেশা! সানার হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ায় নেটিজেনদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি সানা পারিবারিক চাপের কাছে নতি স্বীকার করলেন!

About Author