Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rupsha Mujherjee: নগ্ন শরীরে জড়ানো কেবলমাত্র সাদা চাদর! রুপসার Bold Look নিমেষে ভাইরাল

রুপসা মুখোপাধ্যায়। সিনেমার সংখ্যা ১টি হলেও ধারাবাহিকে অভিনয় করে টলিপাড়াতে নিজের পাকাপোক্ত জায়গা করেছিলেন। জি বাংলা'র ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকের পদ্মাবতী এবং পরবর্তীকালে স্টার জলসার ‘ওম নমহঃ শিবায়’ ধারাবাহিকের দেবী…

Avatar

By

রুপসা মুখোপাধ্যায়। সিনেমার সংখ্যা ১টি হলেও ধারাবাহিকে অভিনয় করে টলিপাড়াতে নিজের পাকাপোক্ত জায়গা করেছিলেন। জি বাংলা’র ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকের পদ্মাবতী এবং পরবর্তীকালে স্টার জলসার ‘ওম নমহঃ শিবায়’ ধারাবাহিকের দেবী লক্ষ্মী দুই চরিত্রে অভিনয় করেছিলেন। টলিউডের এই নবাগতা অভিনেত্রী বেশ মিষ্টি। ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে সকলের মন জয় করে ২০১৯ সালে ‘কে তুমি নন্দিনী’ সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে ডেবিউ করেন। এই সিনেমাতে রুপসার বিপরীতে বনি সেনগুপ্ত অভিনয় করেন। এই জুটির অভিনয় বাংলা সিনেপ্রেমীদের বেশ ভালোই লেগেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অবশ্য এই সিনেমার পর ২০২০ সালে আর কোনো নতুন সিনেমাতে রুপসাকে দেখা না গেলেও ২০২১ সালে অভিনেত্রীর হাতে এখন অনেক প্রজেক্ট আছে। নতুন বছরে করোনাতে দীর্ঘ দিনের ছুটি কাটিয়ে
কমেডি এবং হরর এই দুয়ের মিশ্রণেই আসতে চলেছে ‘হরর স্টোরিজ’ এ অভিনয় করতে চলেছেন নবাগতা রুপসা। এই হরর স্টোরিজ দুটি গল্প নিয়ে তৈরী। গল্পটির নাম হল ভয় এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুপসা এবং সিনেমা এবং ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ মৈনাক বন্দ্যোপাধ্যায়। মৈনাকের সঙ্গে এটাই রূপসার প্রথম কাজ।

এছাড়াও অভিনেত্রী প্রথম বাংলাদেশী সিনেমাতেও অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। বাংলাদেশী পরিচালক শাহীন সুমনের পরিচালনায় ‘গ্যাংস্টার’ সিনেমাতে অভিনয় করবেন। রুপসা ছাড়া রজতাভ দত্তকেও এই নতুন ছবিতে অভিনয় করতে দেখা যাবে। কাজের পাশাপাশি অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। প্রায়শই বোল্ড ফটোশুটেও হাজির হন নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে। পর্দাতে সালোয়ার শাড়ির লুক দেখা গেলেও নিজের ইন্সটাগ্রামে একের পর হট ভোল্টেজে ধরা দিয়ে চলেছেন রুপসা। কখনো সাদা টি শার্ট কাঁধ থেকে নেমে আসছে কখনো কালো বিকিনিতে ধরা দেন।

দিন দিন ইন্সটাগ্রামে অভিনেত্রীর ফ্যান ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে। আর অভিনেত্রীর নিত্যনতুন ছবি পোস্ট করাও বেড়ে গিয়েছে। এবার অভিনেত্রী সাহসী অবতারে ধরা দিলেন। অভিনেত্রীর শরীর ঢাকা শুধু মাত্র সাদা চাদর ঢাকা। খোলা চুল আর হাল্কা মেক আপ আর বোল্ড লুকে তাক লাগিয়ে দিলেন। অভিনেত্রীর এই ফটোশুটের ছবিতে গায়ে কাপড়ের লেশমাত্র নেই। বেশ হট অবতারে ধরা দিলেন। এই ছবি পোস্ট হতে লাইকের সংখ্যা চড়চড় করে বেড়ে চলেছে। অভিনেত্রীর এহেন এই হট অবতার উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। শেয়ার হতেই তুমুল ভাইরাল হয় এই পোস্ট।

About Author