কাল ছিল সারা ভারতজুড়ে গণেশ চতুর্থী। সেই উপলক্ষে শুধুমাত্র সাধারণ মানুষই নয়, মেতে উঠেছেন বলি টলিউডের সেলেবরা৷ এই লিস্ট থেকে বাদ পড়েননি রচনা নিজেও। রচনা ব্যানার্জীর বাড়িতেও সিদ্ধিদাতা গণেশের বন্দনা হয়। এই বিশেষ দিন উপলক্ষে পরিবারের মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন রচনা। এই দিন সকলের প্রিয় দিদি সেজেছেন একেবারে বাঙালিয়ানায়। ছেলে বাবা আর বন্ধুদের সাথে মেতে উঠলেন গণেশ আরাধনায়।এই দিন বাড়ির সকল ছেলেরা সেজে উঠেছেন পাজামা-পাঞ্জাবি এবং মহিলারাও সেজেছেন শাড়িতে। এই দিন অভিনেত্রীর পরণে ছিল সাদা আর লালের কম্বিনেশনে শাড়ি আর গহনা। এই দিন গণেশ মূর্তিকেও সাজিয়েছেন অসাধারণ ফুলের সাজে। ইনস্টাগ্রাম জুড়ে রচনা ব্যানার্জীর ঝলমলে গণেশ পুজোর ছবিতে ভরে গিয়েছে৷ অভিনেত্রী জানালেই এইবারের পুজো নিয়ে তাঁর বাড়ির গণেশ পুজো চার বছরে পা দিল। আর তিনি এই দিন সকলের সুস্থতা কামনা করলেন। অনুগামীরা অভিনেত্রীর এই নতুন পোস্টে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
Rachana Banerjee:পরিবার আর কাছের বন্ধুদের সাথে সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠলেন সকলের প্রিয় দিদি রচনা!
টলি ইন্ডাস্ট্রির অতি পরিচিত আর জনপ্রিয় মুখ হল রচনা ব্যানার্জী। কয়েক যুগ ধরে নিজের অভিনয় করে তার জাদু চলেছে সিনে ইন্ডাস্ট্রিতে। একের পর এক হিট বাংলা সিনেমায় অভিনয় করে বাঙালি…

By

আরও পড়ুন