সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন পুনাম। এই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের শরীরী আবেদন দেখাতেই ব্যস্ত থাকেন। অবশ্য তার ঝলক তার নেটদুনিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। সম্প্রতি ‘সিঙ্গার তেরা যৌবন’ গানের সাথে তার বানানো একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে একাংশের মাঝে। এই ভিডিওতে তাকে দেখে চিনতে পারেননি অনেকেই। সময়ের সাথে দর্শকদের একাংশের মাথা থেকে বেরিয়ে গিয়েছে মহড়ার সেই অভিনেত্রীর কথা। তবে এই মুহূর্তে বড়পর্দায় সেভাবে দেখা মেলে না তার। বলাই যায়, অভিনয় জগৎ থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন তিনি। বর্তমানে রাজনীতির ময়দানে তার আনাগোনা ভালোই। একাধিক সংবাদমাধ্যমের রাজনৈতিক বৈঠকেও দেখা মেলে তার। সেই ঝলকও তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে।
Poonam Jhawer: ‘না কাজরে কি ধার’এর পুনামকে মনে আছে? এখন নায়িকার চেহারা দেখলে অবাক হবেন
১৯৯৪ সালে 'মহড়া' ছবি মুক্তি পেয়েছিল বড়পর্দায়। বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি এটি। দর্শকদের উপর যে ছবির প্রভাব রয়েছে এখনো পর্যন্ত। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমার,…

আরও পড়ুন