Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপিতে যোগ দিলেন পায়েল সরকার, “মতামত মিলেছে তাই যোগ দিয়েছে”, বক্তব্য অভিনেত্রীর

বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগ দান করলেন অভিনেত্রী পায়েল সরকার(Payel Sarkar)। এইদিন হেসিটিং-এ বিজেপির সর্বভারতীয় সভাপতির সামনে দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পায়েল আগের…

Avatar

বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগ দান করলেন অভিনেত্রী পায়েল সরকার(Payel Sarkar)। এইদিন হেসিটিং-এ বিজেপির সর্বভারতীয় সভাপতির সামনে দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পায়েল আগের কিছু বছরে টলিউড কাঁপিয়েছেন বলা চলে। কিন্তু তাকে কোনও দিনই দেখা যায়নি রাজনৈতিক ময়দানে। সেই কারণে হেস্টিংসের সভায় হঠাৎ তার নাম বলায় অনেকটা অবাকই হয়েছিলেন সাধারণ মানুষ। তার পর দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা নিজের হাতে তুলে নেন পায়েল। বলা বাহুল্য, কিছুদিন আগে বিজেপিতে যোগ দান করেছেন অভিনেতা যশ এবং হিরণও। এক কথায় এখন দলে তারকাদের মেলা।কিন্তু কেন হঠাৎ রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? তার উত্তরে অভিনেত্রী পায়েল সরকার বলেন,” এত বছর ধরে কাজ করছি, মানুষ ভালোবেসেছেন আমাকে। এইবার মানুষের জন্য কিছু করতে চাই। যদি রাজনীতিতে যোগ দেওয়ার আসল কারণ জানতে চান তবে সেটা এটিই। বলা যেতে পারে অনেস্ট কনফেশন।” এর পর রাজনীতি করবেন বলে গেরুয়া শিবিরকে বেঁছে নেওয়ার কারণের কথা জিজ্ঞেস করলে পায়েল বলেন,”বাংলার মানুষের স্বপন সোনার বাংলা। আমার তাই স্বপ্ন। বাংলার মানুষের স্বপ্ন পূরণ করতে পারব বিজেপিই। এই দলের সঙ্গে থাকলেই মানুষের জন্য কাজ করতে পারব। সে কারণেই বিজেপিকে বেছে নিলাম। সবথেকে বড় কথা, আমার বিশ্বাসের সঙ্গে বিজেপির বিশ্বাস মিলেছে।”তখন সাংবাদিকদের তরফ থেকে তাকে প্রশ্ন করা হয়, শাসক শিবিরের বা অন্য দলের সাথে বিশ্বাস মিলল না কেন তার? সেই জবাবে এইদিন পায়েল বলেন,”কেন মিলল না এর থেকে বড় কথা। কাদের সাথে মিলল। আমি পজিটিভ ভাবতে চাই। ফলে যেটা মিলছে, সেটা নিয়ে কথা বলতে চাই।”
About Author