Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ankush-Oindrila: অঙ্কুশ যতই ঐন্দ্রিলার জীবনে থাকুক, ছোটবেলার ‘প্রেম’ ভুলতে পারেনি অভিনেত্রী! ভাইরাল ভিডিও

ঐন্দ্রিলা সেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে একজন। অনেকে এই অভিনেত্রীকে দুষ্টু বলে বেশি ভালোবাসেন। জি বাংলার সাত পাকে বাঁধা ধারাবাহিকের দুষ্টু এখনো বেশ খ্যাত চরিত্র। এছাড়া ঐন্দ্রিলা অভিনীত 'ফাগুন বউ'…

Avatar

By

ঐন্দ্রিলা সেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে একজন। অনেকে এই অভিনেত্রীকে দুষ্টু বলে বেশি ভালোবাসেন। জি বাংলার সাত পাকে বাঁধা ধারাবাহিকের দুষ্টু এখনো বেশ খ্যাত চরিত্র। এছাড়া ঐন্দ্রিলা অভিনীত ‘ফাগুন বউ’ ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পান অভিনেত্রী। তবে এই ধারাবাহিক ছিল অভিনেত্রীর অভিনীত শেষ ধারাবাহিক। তবে বড় পর্দাতেও কাজ শুরু করেছেন অভিনেত্রী। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল রাজা চন্দ পরিচালনায় ‘ম্যাজিক’ সিনেমা। আর প্রথম ছবিতেই হিট পেয়েছিলেন অভিনেত্রী। আর এই সিনেমাতে নিজের মনের মানুষের সাথে অভিনয় করেছিলেন অভিনেত্রী।

এই জুটির প্রেমের বয়স ১০ বছর। অঙ্কুশ – ঐন্দ্রিলা অফস্ক্রিন কেমিস্ট্রি যেমন সোশ্যাল মিডিয়াতে হিট একইভাবে এই জুটির রুপোলি পর্দায় একসাথে কাজ সকলের বেশ পছন্দ হয়। এরপরেও এই জুটিকে একসাথে দেখার অপেক্ষায় আছেন বহু সিনেমাপ্রেমী। । এই জুটির প্রথম সিনেমা বেশ হিট হওয়াতে করোনার আগেই মালদ্বীপ ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন। বহু বছরের সম্পর্ক এবার সোজা ছাদনাতলায় যাওয়ার পালা। গত বছর করোনা আবহে লিভ ইনও করেছেন তাঁরা। সেই সময় নিজেদের নানান খুনসুটির ভিডিও নিজেরাই শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়াতে। এবার এই দুষ্টু মিষ্টি সম্পর্ককেই বিয়ের রূপ দিতে আর বেশি সময় নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীর্ঘ ১০ বছর ধরে অভিনেতা অঙ্কুশ হাজরা সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ঐন্দ্রিলা সেন, তবে ঐন্দ্রিলার ছোটবেলার প্রেম ছিল অন্য একজন। অভিনেত্রী নিজেই সে কথা জানালেন। কথায় আছে ছোটবেলার প্রেম আর প্রথম ভালোবাসা সহজে ভোলা যায় না। তেমনই নিজের প্রথন প্রেম ভুলতে পারেননি অভিনেত্রী ঐন্দ্রিলা ও। কিন্তু প্রশ্ন হল হঠাৎ করেই ছোটবেলার প্রেমের কথা মনে পড়ে গেল ঐন্দ্রিলার। এমনকি অভিনেত্রীও এও জানালেন যতই অঙ্কুশ থাকুক অভিনেত্রীর জীবনে তিনি নিজের ছোটবেলার প্রেম কে ভুলতে পারবেননা।

অবশ্য নিজের গার্লফ্রেন্ডের এই প্রেমে অঙ্কুশের কোন সমস্যা নেই। ভাবছেন তো অভিনেত্রীর ছোটবেলার প্রেম কে? ঐন্দ্রিলার ছোটবেলার প্রেম হল কোনো মানুষ নয় একটি লোভনীয় খাবার৷ চকোলেট হচ্ছে অভিনেত্রীর প্রথম প্রেম। এই ভালোবাসা রয়ে গেছে তাঁর জীবনে। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায় নতুন ট্রেন্ড হয়েছে ‘ বাচপান কা পেয়ার’ গানটি। আর এই গানের সঙ্গে নিজের প্রিয় খাবারের দারুণ ভিডিও করলেন অভিনেত্রী।

তিনি যতই শরীরচর্চা করুক তবু এই চকোলেট খেতে তিনি কতটা ভালবাসেন তা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলেন অভিনেত্রী। তবে শরীরচর্চার জন্য এখন কোনো লোভনীয় খাবার খেতে পারছেননা অভিনেত্রী। তবে অভিনেত্রী বেশ খাদ্যরসিক। তবু উপায় নেই সেজন্য ভিডিয়ীর পরিশেষে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার কাছ থেকে এই চকোলেট গুলো কেড়ে নেওয়া হচ্ছে। সকলের প্রিয় দুষ্টুর এই মিষ্টি ভিডিও দেখে প্রশংসা করেছেন অনেকেই। সোশ্যাল-মিডিয়ায় যা মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও।

About Author